।। প্রথম কলকাতা ।।
Adrit-Soumitrisha: এবার একদম অকপট সৌমিতৃষা। সামনে আনলেন আদৃতের সঙ্গে সম্পর্কের অজানা সব কথা।জানিয়ে দিলেন আদৃত-কৌশাম্বির বিয়েতে না যাওয়ার কারণও। কী বললেন মিঠাইরানী? আপনারা তো জানেন, একসময় আদৃত ছিলেন সৌমিতৃষার প্রিয় বন্ধু। টেলিপাড়ার স্টুডিয়োতে কান পাতলে আজও শোনা যায়, শুধু বন্ধুত্ব নয়। তাঁরা নাকি ছিলেন বন্ধুর চেয়েও খানিক বেশি। প্রেমের সম্পর্কই গড়ে উঠছিল দুজনের। একটা সময় চোখে হারাতেন একে অপরকে। দিন বদলেছে। বদলেছে সম্পর্কের সমীকরণও। একদা জনপ্রিয় এই জুটির সম্পর্কে নাকি চিড় ধরেছে। দূরত্ব বেড়েছে অনেকটাই। সম্প্রতি আদৃত রায়ের বিয়েতেও দেখা যায়নি সৌমিতৃষাকে। কিন্তু কেন? কী বলছেন সৌমিতৃষা?
একটা সময় আদৃতের পাশে কনের সাজে সৌমিতৃষাকেই দেখতে চেয়েছিলেন মিঠাইরানীর ফ্যানেরা। কিন্তু তা হয়নি। আদৃত রায় বিয়ে করেছেন মিঠাইয়ে তার দিদিয়া কৌশাম্বি চক্রবর্তীকে। তাদের বিয়ের প্রায় প্রতিটি খবরেই উঠে এসেছে আরও একটা নাম। তিনি হলেন সৌমিতৃষা কুণ্ডু। অনেকেই বলেছেন, আদৃতের পাশে সৌমিতৃষাকেই মানাতো বেশি। এই নিয়ে সৌমিতৃষাকে জবাবও দিতে দেখা গিয়েছে। নববধূর সাজে সৌমিতৃষার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আদৃত-কৌশাম্বির বিয়ের রিসেপশনে তিনি ইনস্টা স্টোরিতে লেখেন, আমি কোনও কাণ্ড না ঘটিয়েই সবসময় স্পটলাইটে চলে আসি’। তবে এই প্রথম আদৃত আর কৌশাম্বির বিয়ে নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা।
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বললেন, ‘আদৃতের সঙ্গে আমার কখনও কোনও সমস্যা হয়নি। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।’ আদৃত আর কৌশাম্বির বিয়ে ও রিসেপশনে হাজির ছিল গোটা মিঠাই টিম। হল্লা পার্টির সকলে থাকলেও, মিঠাই-ই ছিলেন মিসিং। যা মর্মাহত করেছিল অভিনেত্রীদের ভক্তদের। মিঠাই পরিবারের বাকি সদস্যদের পোস্টে রীতিমতো প্রশ্ন তুলেছিলেন সকলে, ‘সৌমিতৃষার প্রতি এমন আচরণ কেন?’ খবর, সৌমিতৃষাকে নাকি ব্যক্তিগতভাবে আমন্ত্রণই জানাননি আদৃত আর কৌশাম্বি। তাই সৌমিতৃষাও আসেননি বিয়েতে।
তবে নিজের জীবনে এসব নেগেটিভিটিকে একেবারেই জায়গা দিতে রাজি নন সৌমিতৃষা কুণ্ডু। আপাতত ১০ই জুন ছবির শ্যুটিং করছেন অভিনেত্রী। মিঠাইয়ের পর তাঁর প্রথম সিনেমা ছিল দেবের সঙ্গে প্রধান। সেখানে বাংলার সুপারস্টারের নায়িকা হিসেবেই দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। আর এবার তিনি সৌরভ দাসের বিপরীতে। শ্যুটিং সেট থেকে কিছু ছবি-ভিডিয়োও দিচ্ছেন তিনি। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে সৌমিতৃষা জানান, ‘ইন্ডাস্ট্রিতে কোনও বড় হাউসের সঙ্গে আমার আগে থেকে কোনও যোগাযোগ ছিল না। তাই ভাবিও না যে তারাই আমায় বারে বারে কাজ দেবে। যেটুকু পরিচিতি পেয়েছি, সব নিজের চেষ্টায়। পরবর্তীতে সুযোগ এলে আবার অবশ্যই বড় ব্যানারের ছবিতে কাজ করব। তবে সেসব নিয়ে আমার কোনও ছুৎমার্গ নেই। ১০-ই জুনের চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, এখানে আমার কাছে অভিনয়ের সুযোগ আছে। এটা আমার কাছে চ্যালেঞ্জিং।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম