।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর উল্লাসে মেতেছিল বাংলাদেশ সমর্থকরা। যা মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের বয়কট করার দাবি তোলেন ভারতীয় সমর্থকরা। এরপরই আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের আর কোনও জায়গা দেওয়া হবে কিনা? এমন প্রশ্নে উত্তাল হয় গোটা ক্রিকেট বিশ্ব। সেই জল্পনায় ঘি ঢালল আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলা বাংলাদেশের তিন ক্রিকেটারকেই ছেড়ে দেওয়া হল।
গত আইপিএলে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএল মরসুমের জন্য এই তিন বাংলাদেশ ক্রিকেটারকেই দলে রাখার কোনও আগ্রহ দেখায়নি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তাই নিলামের আগে আইপিএলে নেই বাংলাদেশের কোনও ক্রিকেটারই। তবে আসন্ন মিনি নিলামে তিন ক্রিকেটারের নাম তোলা হবে। অন্য কোন ফ্রাঞ্চাইজি তাদের দলে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিলামে কেনা না হয়, তাহলে আসন্ন আইপিএল টুর্নামেন্টে সেদেশের কোন ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না।
গত বারের নিলামে সাকিবকে দেড় কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর। অন্যদিকে লিটনকে কিনতে নাইট শিবির খরচ করেছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক গতবার আইপিএল খেলতেই আসেননি। দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। মাঝের কিছু সময়ে ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে আসেননি সাকিব। সাকিবের এই সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার কিছুটা বিপাকে পড়লেও, বাংলাদেশ ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্ত নাইট ম্যানেজমেন্ট একেবারে মেনে নিতে পারেনি। তাঁর বদলে ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দলে নেয় কেকেআর।
লিটনও আইপিএলে প্রথম দিকে খেলতে আসেননি, পরে এলেও এক মাসও থাকেননি। তার মধ্যে একটি ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচে তিনি ব্যাট হাতে মাত্র ৪ রান করেছিলেন। আর ফিল্ডিং করার সময় দুটো গুরুত্বপূর্ণ স্টাম্প আউট মিস করেন। তাঁর বদলে জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। বাংলাদেশের দুই ক্রিকেটারের এমন ব্যবহার গত আইপিএলেই প্রশ্ন তুলেছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, আইপিএলে খেলতে না আসা দেখেই কী ফ্রাঞ্চাইজিগুলি বাংলাদেশের ক্রিকেটারদের ছেড়ে দিল? বাংলাদেশের বাকী ক্রিকেটারদের সামনেও কি একইভাবে আইপিএলের দরজা বন্ধ হয়ে যাবে? সেই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম