Virat-Rohit: অবসর ঘোষণা বিরাট-রোহিতের, ফেরালো শচিনের স্মৃতি

।। প্রথম কলকাতা ।।

 

Virat-Rohit: জয়ী হয়েই টি ২০ ফরম্যাটে অবসর ঘোষণা বিরাট-রোহিতের। আর খেলবেননা তারা। কারণ এবার সময় নতুন প্রজন্মের। নতুনদের হাতে ব্যাটন উঠবে। ভারতীয় ক্রিকেট টিমের তরুণ তূর্কীরা এবার হাল ধরুক। তাদের সময় হয়ে এসেছে। এতবড় একটা মঞ্চে এই কথাটা বলার ধক রাখে কয়জন? কিন্তু তিনি তো কিং কোহলি। তিনি সব পারেন। লোভ সংবরণ করা কিন্তু এতটাও সহজ নয়। তবে এইদুটো মানুষ যে কোনোদিনই নিজের জন্য ভাবেনইনি। নিঃস্বার্থভাবে খেলা কাকে বলে তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এই দুটো মানুষ। আর সেই সাথে জিতে নিয়েছেন কোটি কোটি ভারতীয়র মন।

 

কোথাও গিয়ে মনে পড়ে গেল শচীনের সেই অবসর নেওয়ার মুহুর্তটা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন কেঁদেছিল গোটা দেশ। যদিও রোহিত বা বিরাটের সেই দিনটা আসার এখনও অনেক দেরি আছে। তবে কোথাও গিয়ে ভক্তদের মনে দাগ তো কাটলই। ২০২৬ এর বিশ্বকাপে তো আর দেখা যাবেনা তাদের। কুড়ি-কুড়ি ওভারের খেলায় আর দেখা যাবেনা তাদের বিধ্বংসী মেজাজ। এই ঘোষণটার জন্য হয়ত সত্যিই তৈরি ছিলাম না আমরা।

 

এর আগে ২০২২ এর বিশ্বকাপেও একটা হারা ম্যাচকে প্রায় একাই জিতিয়েছিলেন বিরাট। সেবার কাপ হয়ত আমরা পাইনি তবে ঐ ম্যাচ ছিল বাঁধিয়ে রাখার মত। হ্যারিস রউফের বলে ব্যাক ফুটে লং অফে ছয়ের মুহূর্তটা তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০১৬ সালেও দেখা ছিল বিরাটের বিধ্বংসী রূপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে ৮২ করে বুঝিয়ে দিয়েছিলেন তাকে ‘কিং’ কেন বলে ভক্তরা। এবছরটা হয়ত সেভাবে ফর্মে ছিলেননা। তবে প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন। ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের দুয়ারে পৌঁছে দিলেন ভারতকে।

 

আর হিটম্যানের কথা কী বলি। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তিনি। যেদিন থেকে ২২ গজে পা রেখেছেন সেদিন থেকেই প্রমাণ করেছেন তিনিই নেতা। হ্যাঁ, তিনি কেবল ক্যাপ্টেন নন‌, তিনি একজন নেতা। যেদিন থেকেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে নিজের কথা ভুলে গেছেন। খেলেছেন দলের জন্য, জিতেছেন দলের জন্য। প্রতিটা বিশ্বকাপে একের পর এক অসাধারণ ম্যাচ উপহার দিয়েছেন তিনি। গত বারের হারটা যে তার কতটা লেগেছিল সেটা তো আমরা সবাই জানি। তাই তার জন্য এই কাপ জেতাটা ভীষণভাবে দরকার ছিল। বলা ভালো, সবকিছুর বদলা ছিল টি ২০ বিশ্বকাপ ২০২৪। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলে অজি তারকাদের দর্পচূর্ণ করে দিলেন রোহিত শর্মা।

 

তবে ২০২৪ এর বিশ্বকাপ যে ভারতকে কেবল কাপ এনে দিল তাই নয়। সেই সাথে ভারত গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। এই প্রথম দেশ হিসেবে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পর ভারত তৃতীয় দেশ যে দু’দুবার টি ২০ বিশ্বকাপ জিতল। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা। রোহিত শর্মাই বিশ্বের প্রথম অধিনায়ক যিনি ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। ভারতই প্রথম দেশ যে টি ২০ বিশ্বকাপের ফাইনালে ১৭৬ রান করেছে।

 

তবে ভাববেন না এই রেকর্ড এখানেই শেষ। এটুকু বলতে পারি যে, ভবিষ্যতেও আমাদের রেকর্ড আমরাই ভাঙব। নতুনরা আসবে। তারা হয়ত আরও বড় বড় রেকর্ড গড়বে। তবে এই সমস্ত হারজিতের সমীকরণ পেরিয়ে এই দুটি মানুষের আসন থাকবে চিরস্থায়ী। কারণ বিরাট-রোহিত মানেই আবেগ। বিরাট রোহিত মানেই ইমোশন। তাই তো বলি যোগ্য রাজার মতই অবসর নিলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা।

https://fb.watch/t1byp2dICh/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version