Mamata Banerjee: বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, গাজলের সভা থেকে আর কী বললেন মমতা ?

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঘন ঘন ঝটিকা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরের শুরুর দিক থেকেই তিনি বিভিন্ন জেলা পরিদর্শন করা শুরু করেন। সোমবার অর্থাৎ গতকাল তিনি বইমেলা উদ্বোধনের পর সোজা গিয়ে পৌঁছান বীরভূমে। আর তারপর মঙ্গলবার সেখান থেকে মালদার গাজলে একটি প্রশাসনিক সভা করেন। এদিন তিনি মালদার (Malda) এই সভা মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এবং বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি সাহায্য তুলে দেন।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি

সোমবার রাতে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় শাঁওলি হাঁসদা এবং নিয়তি সরকার নামে দুজনের। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বাস দুর্ঘটনায় নিহত নিয়তির বাড়িতে যান। মালদার সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ওই দুই মহিলার পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আর এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে নিহতদের পরিবারকে। মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিহতদের বাড়িতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

‘রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র’

মালদার সভাতেও কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের ট্যাক্সের টাকা আমরা তুলি না। কেন্দ্র রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। তার ৬০-৪০ আমরা পাই। কিন্তু ইদানিং কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। রাজনীতি করছে অর্থনীতি করছে না। জনকল্যাণমূলক কাজ করছে না। উপরন্তু আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। অথচ কেন্দ্রীয় সরকারের টিম পাঠানো হচ্ছে”।

এছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক প্রকল্পের কথা আবারও তুলে ধরেন জনসমক্ষে সেই প্রকল্পগুলির মাধ্যমে জনসাধারণ কতটা লাভ পেয়েছেন সেটাও জানান তিনি। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, মেধাশ্রী সহ এরকম একাধিক প্রকল্প জনকল্যাণের জন্য শুরু করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই কাজই করে চলেছে। এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূল আমলে নতুন করে বহু বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছে। কাজেই রাজ্যের উন্নয়নে সর্বতভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। মালদার গাজলের সভা মঞ্চ থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version