Tripura Assembly Election: গণতন্ত্রের উৎসবে ত্রিপুরাবাসীকে সাদরে আহ্বান, কী বার্তা প্রধানমন্ত্রীর?

।। প্রথম কলকাতা ।।

Tripura Assembly Election: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে চলতি মাসেই বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার মধ্যে ত্রিপুরায় (Tripura) আজ অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। সকাল সাতটা থেকেই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে । অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। ৬০ টি কেন্দ্রের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election) ফলাফল কী দাঁড়াবে তা জানা যাবে ২ মার্চ। এইরকম আবহে ত্রিপুরাবাসীর জন্য বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)।

নির্বাচনের শুরুতেই তিনি এদিন একটি ট্যুইট (Tweet) করেন। লেখেন, ‘রেকর্ড সংখ্যায় ভোট দিন। গণতন্ত্রের এই উৎসবকে সাড়ম্বরে পালন করুন। বিশেষভাবে আমি আহ্বান জানাই তরুণ ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য’। বর্তমানে ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিজেপির টাউন বরদোয়ালির প্রার্থী হলেন মানিক সাহা। তিনি বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রে যান ভোট দেওয়ার জন্য। আর তারপর সাধারণ জনগণের উদ্দেশ্যেও ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানান। বিজেপি পুনরায় ত্রিপুরায় সরকার গড়বে, আশাবাদী মানিক সাহা।

শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ বার্তা দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি ট্যুইটের মাধ্যমে ত্রিপুরার সাধারণ জনগণের কাছে অনুরোধ করেন শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার ব্যবহার করতে। এছাড়াও প্রগতিশীল সরকার গঠনে অব্যাহত ভূমিকা রাখার আবেদন জানান তিনি। সকাল ন’টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরায় ভোট পড়ে ১৪.৫৬ শতাংশ। গোমতিতে ভোটের হার ১২.৯৯ শতাংশ, ধলাইতে ১৩.৬২ শতাংশ এবং উত্তর ত্রিপুরাতে ১৪.৩৪ শতাংশ ভোটের হার। সে রাজ্যে বিধানসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবে হচ্ছে বলেই জানা গিয়েছে এখনও পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version