Tripura Election: ভোট পরবর্তী হিংসা রুখে দেওয়াই উদ্দেশ্য, ত্রিপুরায় বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের

।। প্রথম কলকাতা ।।

Tripura Election: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে রাজ্যজুড়ে একাধিক রাজনৈতিক হিংসার অভিযোগ উঠে আসে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর বহু মানুষকে রাজ্য ছাড়তে হয়েছিল। খুন ধর্ষণের মতো ঘটনাও ঘটে। ভোট পরবর্তী হিংসা মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকটি ঘটনার তদন্ত চলছে। এইমতো পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দল বিজেপি লাগাতার শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট পূর্ববর্তী কিংবা ভোট পরবর্তী এই ধরনের ঘটনা ঘটে না বলেই দাবি তাদের। কিন্তু ত্রিপুরার (Tripura) বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে আশঙ্কায় নির্বাচন কমিশন। তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে শান্তি সভার (Shanti Sava) ।

১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরায়। তবে নির্বাচনের দিন ত্রিপুরা রাজ্যজুড়ে একাধিক বিক্ষিপ্ত গণ্ডগোলের ঘটনা উঠে এসেছে। প্রায় ২২ টি হিংসা মামলা দায়ের করা হয়েছে সেই দিন। এছাড়াও ওইদিন গ্রেফতার করা হয় কমপক্ষে ৩০ জনকে। আগামী ২ রা মার্চ ফলাফল (Election Result) প্রকাশিত হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের। কাজেই সেই দিন কিংবা তার পরে যাতে কোনরকম রাজনৈতিক হিংসা রাজ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য তৎপর ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। চলতি মাসেই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘শান্তি সভা’র আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এই ‘শান্তি সভা’ অনুষ্ঠান করবে। সেই সভায় আহ্বান জানানো হয়েছে এলাকার মানুষসহ বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাংবাদিকদেরকেও। মূলত এই শান্তি সভা বা বৈঠকের মূল উদ্দেশ্য হবে অহিংসার পক্ষে মানুষকে জাগরিত করা এবং শান্তির স্লোগান ছড়িয়ে দেওয়া ভোট গণনা প্রক্রিয়া নিয়ে আগে থেকেই বৈঠক সেরে রেখেছেন ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা , পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। তারপরই ফলাফল প্রকাশের আগে শান্তি সভা করার কথাও ঘোষণা করল নির্বাচন কমিশন। এছাড়াও ভোট গণনার দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হবে। থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version