Tripura BJP Rally: ত্রিপুরায় BJP-র ভোট প্রচারে দারুণ চমক, জমজমাট সভা দিলীপ-শুভেন্দু-মিঠুনের

।। প্রথম কলকাতা ।।

Tripura BJP Rally: উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে সেই রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল সকলেই মাঠে নেমে পড়েছে। ১৬ ফেব্রুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি দুটি দিন নির্দিষ্ট করা হয়েছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য। তার মধ্যে ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। হাতে অল্প কিছু সময় রয়েছে। আর সেই সময় সদ্ব্যবহার করতে চাইছে ত্রিপুরার শাসক দল বিজেপি থেকে শুরু করে বাম, কংগ্রেস এবং ত্রিপুরার তৃণমূলও।

আগামী শুক্রবার বিজেপির তরফ থেকে ত্রিপুরায় (Tripura) বিরাট জনসভা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই কর্মসূচিতে বিজেপিতে (BJP) সভা করতে আসছেন সর্বভারতীয় স্তরের একঝাঁক নেতা সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বরা। জানা গিয়েছে, ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের তরফ থেকে স্মৃতি ইরানি, প্রতিমা ভৌমিক, বিপ্লব দেবে, হেমন্ত বিশ্ব শর্মা, রাজীব ভট্টাচার্য প্রমুখ নেতৃত্বরা সভা করতে আসবেন। অন্যদিকে আগামীকাল বাংলা থেকে যাচ্ছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, মিঠুন চক্রবর্তী এবং লকেট চ্যাটার্জি।

একটি নয় একাধিক সভা তাঁরা ত্রিপুরা জুড়ে করবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু, দিলীপ, শান্তনুরা ত্রিপুরায় প্রায় দুটি করে সভা করবেন। অন্যদিকে মিঠুন এবং লকেট চট্টোপাধ্যায় প্রায় তিনটি সভা করতে পারেন এমনটাই জানা গিয়েছে্। গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় এসেছিল। সেই সময় বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল আইপিএফটি। তবে যত সময় এগিয়েছে ততই বিজেপি জোটের মধ্যে দূরত্ব দেখা গিয়েছে। পরবর্তীতে আইপিএফটি এর একাধিক নেতারা যোগ দেন ত্রিপুরার রাজবংশোদ্ভূত প্রদ্যোৎ কিশোরের তিপ্রামোথা দলে।

অন্যদিকে ত্রিপুরায় বিজেপিকে রুখে দেওয়ার জন্য বাম কংগ্রেস জোট বাঁধবে বলে জানা গিয়েছিল। যদিও প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর পরিস্থিতিতে কিছুটা বদল আসে। এছাড়াও বিজেপি জোট ছেড়ে একাধিক দলের নেতৃত্বরা তিপ্রামোথাতে নাম লিখিয়েছেন। কাজেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে তা নিয়ে কৌতুহলী রাজনৈতিক মহল সহ জনসাধারণ।

তথ্যসূত্র : নিউজ ১৮ বাংলা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version