।। প্রথম কলকাতা ।।
Wedding Planner: খুব কম ইনভেস্টমেন্টে বেশি টাকা উপার্জন করতে চান? তাহলে কাজে লাগান বিয়ের মরসুমকে। এখানেই লুকিয়ে আছে সহজ ব্যবসার আইডিয়া। যার মাধ্যমে আপনি অতি কম সময়ে সামান্য ইনভেস্টমেন্টেই প্রচুর টাকা আয় করতে পারেন। এমনকি মাত্র একদিনে আয় হতে পারে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। বিষয়টা একটু অবাক করার হলেও এটাই বাস্তব। এক্ষেত্রে প্রয়োজন একটু সৃজনশীল মনের। আপনার সৃজনশীল কাজ যদি মানুষের পছন্দ হয় তাহলে মোটা টাকা আয় নিশ্চিত। আপনি খুব সহজেই হয়ে যেতে পারেন ওয়েডিং প্ল্যানার।
প্রয়োজন সৃজনশীল মনের
বর্তমানে থিমের সাজে বিয়ে বহুল প্রচলিত। বিয়ের মণ্ডপে ফুটে ওঠে নানান থিম। এই কাজ করে থাকেন ওয়েডিং প্ল্যানাররা। এছাড়াও সময়ের অভাবের কারণে বিয়ের সমস্ত দায়িত্ব দেওয়া হয় ওয়েডিং প্ল্যানারকে। গ্রাহক বিয়ের সমস্ত আয়োজনের জন্য একটি মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে দেন। ওয়েডিং প্ল্যানার পরিকল্পনা অনুযায়ী খুব সুন্দরভাবে বিয়ের আয়োজন করেন। এই কাজে প্রথম দিকে অফিস কাজের বেতনের মতো হলেও অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর মাসে প্রায় লক্ষাধিক টাকা আয়ের সুযোগ রয়েছে। গ্রাহক নিজেরা দৌড়াদৌড়ি না করে দায়িত্ব দেন ওয়েডিং প্লান্যারকে। সেক্ষেত্রে আপনার গুছিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে। পাশাপাশি কাজে লাগাতে হবে সৃজনশীল মনকে।
নিরাপদ ব্যবসা
এই পেশায় প্রফেশনাল স্কিলের পাশাপাশি প্রয়োজন রয়েছে মাল্টি টাক্সিংয়ের। বিয়ে বাড়ির আয়োজনে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। মূলত এই কাজ অনেকটা গুরুদায়িত্বের সমান। গ্রাহক বিয়ের আয়োজনের টাকা খরচ করতে কোন কার্পণ্য করেন না। আপনি যদি একবার গ্রাহকদের মনের মত বিয়ের আয়োজন করে ফেলতে পারেন তাহলেই কেল্লাফতে। প্রথম একটু অসুবিধা হবে। কিছুদিন পর আয়ের দরজা একটু খুললে নিজের কোম্পানি খুলে ছোট্ট টিম নিয়ে পুরো কাজ পরিচালনা করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ওয়েডিং প্ল্যানার হওয়ার অনেক নিরাপদ। গত দু’বছর মানুষ করোনা মহামারী দেখেছে, কিন্তু বিয়ে বন্ধ থাকেনি। অতিমারির দাপটের মাঝেও বহু বিয়ে হয়েছে। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ওয়েডিং প্ল্যানারের চাহিদা সব সময় থাকবে।
যদি মনে হয়, একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তাহলে যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। বর্তমানে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েডিং প্লান্যার হওয়ার জন্য নানান কোর্স চালু রয়েছে। এমনকি অনলাইনেও এই বিষয়ক নানান কোর্স করা হয়। কোর্স শেষে দেওয়া হয় সার্টিফিকেট। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেও ওয়েডিং প্লান্যার হতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম