Care Of Plants: নিয়মিত জল দিচ্ছেন, তাও মরে যাচ্ছে পছন্দের গাছ? ভুল পরিচর্যা করছেন না তো !

।। প্রথম কলকাতা ।।

Care Of Plants: শীতকাল এলেই বাড়ির বাগানে রঙবেরঙের ফুলের গাছ লাগাতে পছন্দ করেন গাছপ্রেমীরা। নার্সারি (Nursery) থেকে কিনে নিয়ে আসেন পছন্দের বিভিন্ন গাছ। শখ করে সেইগুলি টবে টবে সাজিয়ে রাখেন বারান্দায় বাগানে, অথবা ছাদের কার্নিশে। দু বেলা নিয়ম করে জলও দেন। কিন্তু তারপরে কোন এক অজ্ঞাত কারণবশত সেই গাছগুলির পাতা না হয় হলুদ হয়ে যায় কিংবা ঝরে পড়ে যায়। ঠিকমতো ফুলও দেখা যায় না। আর কিছুদিন পরে সেই গাছগুলি শুকিয়ে যাওয়ায় তাদের অস্তিত্ব বিলীন হয়।

এরকম ঘটনা ঘটলে যে কোন গাছ প্রেমীরই মন ভেঙে যাওয়া স্বাভাবিক। তবে কেন এটা হচ্ছে জানেন কী ? অনেক সময় ভুল পরিচর্যা করার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনার হয়তো মনে হবে আপনি গাছের ঠিকঠাক যত্ন (Take Care Of Your Plants) নিচ্ছেন কিন্তু আসলে তা হচ্ছে না। যে সকল সমস্যাগুলি দেখা দেয়-

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version