Naga Panchami: কালসর্প দোষ কাটাতে চান? নাগ পঞ্চমীতে করুন ছোট্ট কাজ, মানুন শুভ অশুভ সময়

।। প্রথম কলকাতা ।।

Naga Panchami: আপনি কি সাপে প্রচণ্ড ভয় পান? রাতে সাপের স্বপ্ন দেখেন? নাগদেবতা আপনার উপর আর রুষ্ট হবে না, আগলাবে আপনার সম্পদ। কেটে যাবে কাল সর্প দোষ। দূর হবে রাহু কেতুর কালো ছায়া। সর্প দংশনের ভয় থাকবে না। এর জন্য নাগপঞ্চমীতে করতে হবে সামান্য কয়েকটা কাজ। সুফল পেতে কি করবেন? সামনেই নাগ পঞ্চমী, জেনে নিন পুজোর শুভ সময়।

প্রতিবছর শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি ভীষণ গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে তিথির হেরফেরে ভাদ্র মাসে নাগপঞ্চমী পড়ে। জ্যোতিষীদের মতে, এই পঞ্চমী তিথির অধিপতি নাগ দেবতা। ২০২৩ এর নাগ পঞ্চমী তিথি শুরু হবে। ২১শে আগস্ট রাত ১২টা ২০ মিনিট নাগাদ। পঞ্চমী তিথি থাকবে ২২শে আগস্ট রাত ২টো পর্যন্ত। পঞ্চমী তিথি পালনের শুভ সময় ২১ আগস্ট সকাল ৬:০৫ মিনিট থেকে সকাল ৮:৩৯ মিনিট পর্যন্ত।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এইদিন নাগ দেবতার আরাধনা করতে হবে দুধ, কলা, নানা রকম নৈবেদ্য আরতি আর নাগপঞ্চমী ব্রতকথা পাঠের মাধ্যমে। নাগ দেবতার আরাধনার সময় সামনে রাখবেন দুধ, চন্দন, হলুদ আর সিঁদুর। আর অবশ্যই একটা কর্পূরের প্রদীপ রাখবেন। কথিত আছে, এর গন্ধে দেব দোষ এবং পিতৃ দোষ কেটে যায়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, যদি নাগ পঞ্চমী পালন করেন তাহলে ভুলেও কয়েকটা কাজ করবেন না। এই দিন মাটি খুঁড়তে নেই। কৃষিকাজের জন্য জমিতে এই লাঙ্গল ব্যবহার করবেন না। সূচে সুতো পরানো যাবে না। ছুড়ি কিংবা কাঁচি ব্যবহার করতে পারবেন না। নাগ দেবের উদ্দেশ্যে অর্পিত দুধ এবং কলা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। পুজো শেষে তা জলে অর্পণ করতে হবে। খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন কোন প্রাণীর ক্ষতি না হয়।

এই নাগ দেবতাকে ছিলেন? যাকে মানুষ এত সম্মান করে। শুনুন তবে, নাগ দেবতার পরিচয় নিয়ে পৌরাণিক নাহার কাহিনী রয়েছে। মহাভারতের কাহিনি অনুযায়ী, রাজা পরীক্ষিত মারা গিয়েছিলেন তক্ষক নাগের দংশনে। পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আয়োজন করেন সর্প যজ্ঞের। যজ্ঞের আহুতিতে নিহত হতে থাকে হাজার হাজার সর্প। সর্প বংশকে বিনাশের হাত থেকে রক্ষা করেন জরৎকারু মুনির পুত্র আস্তিক মুনি। তিনি এই যজ্ঞ বন্ধ করেছিলেন শ্রাবণের শুক্ল পঞ্চমী তিথিতে। লৌকিক বিশ্বাস অনুযায়ী, এই দিনটি নাগপঞ্চমী পালনের উত্তম সময়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version