RATH YATRA: জগন্নাথদেবের আশীর্বাদ পেতে চান? এই নিয়মগুলো মানুন

।। প্রথম কলকাতা ।।

RATH YATRA: সংসারে অশান্তি লেগেই আছে? ঘরের সুখ ফেরাতে চান! রথযাত্রার দিন মেনে চলুন এই নিয়মগুলি। জগন্নাথদেবকে সন্তুষ্ট করবেন কীভাবে ? শাস্ত্র বলছে রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন তাই এই পূণ্য তিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিন। কয়েকটি সাধারণ নিয়ম মানলেই ধন-সম্পত্তি উপচে পড়বে আপনার পরিবারে। রথযাত্রার দিন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ। লাভ হয় পুণ্যও। তাই রথযাত্রার দিন নতুন বাড়ির গৃহপ্রবেশ, অফিস কিংবা দোকান উদ্বোধন হয়। আপনার জীবনেও খারাপ সময় কেটে যেতে পারে শুধুমাত্র রথযাত্রায় কিছু বিশেষ নিয়ম পালন করলে। সেই নিয়মগুলোই জানুন। দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।

নির্দিষ্ট সময় অনুযায়ী এদিন রাস্তায় রথ বেরোয় টানতে না পারলে ক্ষতি নেই। অন্তত একবার সুযোগ বুঝে রথের রশি স্পর্শ করুন। একটি গোটা ফল রথে দিন। আপনার সৌভাগ্য তাহলে কেউ আটকাতে পারবে না। শাস্ত্রীয় মতে তুলসি জগন্নাথদেবের সবচেয়ে প্রিয়। তাই ১০৮টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। ১০৮টি পাতা না থাকলে ৫৪টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। রথযাত্রার দিন যদি গঙ্গাস্নান করা যায় তাহলে ঈশ্বর সন্তুষ্ট হন। এই পবিত্র দিনে পবিত্র গঙ্গার জলে ডুব দিলে ধুয়ে যায় সমস্ত পাপ। দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে। এই বিশেষ দিনটা জীবনের স্পেশাল মানুষদের সঙ্গেও কাটাতে পারেন।

এবার আসুন পুজোর ঘরে৷ আপনার ঠাকুর ঘরে নিশ্চয়ই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে? উত্তরটি হ্যাঁহলে এবার মন দিন পুজোর কাজে৷ তিন দেবদেবীর মূর্তিতে ভক্তি ভরে তুলসি ও গোলাপ ফুল অর্পণ করুন। পারলে নিজে হাতে গোলাপ ফুলের মালা গেঁথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার গলায় পরান। তিন দেবদেবীকে প্রসাদ হিসাবে গোটা ফল খেতে দিন। বাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ও চন্দন লেপে পুজোর ব্যবস্থা করতে পারেন। তারপর সুগন্ধিযুক্ত ধূপ জ্বালিয়ে আরতি করে ভক্তি নিবেদন করুন। সবশেষে চেয়ে নিন জগন্নাথদেবের আশীর্বাদ।

রথযাত্রার মতো একটি শুভ দিনে বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হয়। এই দিনে দান-ধ্যান করুন তাতে পুণ্য লাভ হবে আপনারই। বাড়িতে নারায়ণ থাকলে একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, দুটো কাঁচা হলুদ ও ১ টাকার একটি কয়েন দিন। এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পুর ও দুটো লবঙ্গ জ্বেলে জগন্নাথদেবের যে কোনও মন্দিরে অর্পণ করুন। এই দিন পাঁচটা শিশুকে তাঁদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয়। জগন্নাথদেবের পায়ে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন। শাস্ত্র মতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পূণ্যার্জন হয়, সারাজীবন জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। তাই বলা হয় এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version