Online business : কম পুঁজিতে স্বনির্ভর হতে চান? শুরু করুন অনলাইনে শাড়ির ব্যবসা

।। প্রথম কলকাতা ।।

Online business : যতই নিত্য নতুন পোশাক বাজারে আসুক,শাড়ির গুরুত্ব নারীদের কাছে অপরিসীম। যুগ যুগ ধরে শাড়ি যেমন নারীদের ভূষণ হয়েছে,তেমনই শাড়ি নারীর পরিচয়ও বটে। তাই শাড়ির ব্যবসা সবসময়ই ফ্যাশন ইন বলা যায়। সারা বছর ধরে অনেকেই শাড়ি কেনেন। তাই শাড়ির ব্যবসা খুবই আকর্ষণীয়। তবে দোকান কিনে শাড়ির ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন। সেই লাখ লাখ টাকা পুঁজি বহন করার ক্ষমতা অনেকেরই নেই। তবে অল্প পুঁজি নিয়ে অনলাইনে এই ব্যবসা করতে পারেন। তাতে ঘরে বসেই এই ব্যবসা চালানো যায়।

অনলাইনে শাড়ির ব্যবসার ক্ষেত্রে লোকজনও অনেক কম লাগে। আপনি একাই সেই ব্যবসা চালিয়ে নিতে পারবেন। এজন্য আপনাকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সড়গড় হতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার কালেকশনের ভিডিও পোস্ট করুন।সেই সঙ্গে আপনার মোবাইল বা whatsapp নাম্বার দিন। তাতেই আপনার অর্ডার আসবে। পেমেন্টও আসবে অনলাইনে। আপনি সোশ্যাল মিডিয়ায় বা ফোন কলে পাওয়া ঠিকানায় এই শাড়ি হোম ডেলিভারি করে দিতে পারবেন।

এর পাশাপাশি নজর দিতে হবে শাড়ির কলেকশনের ওপর। নিত্যনতুন হালকা, ভারি রঙিন শাড়ি থেকে বয়স্ক মহিলাদের হালকা শাড়ি সব কালেকশন (collection) থাকতে হবে। বাজারে কোন কোন শাড়ি চলছে, কোন বয়সের মেয়েরা কি ধরণের শাড়ি পছন্দ করছে সেই ব্যাপারে আপনাকে আপডেট থাকতে হবে। নিত্যনতুন কালেকশন আপনার কাছে মজুত রাখতে হবে।

কাস্টমার (Customer) বাড়ানোর জন্যে সঠিক দামে শাড়ি বিক্রয় করতে হবে। অনেকে হয়তো শাড়ি কিনতে চায় কিন্তু তার পক্ষে সেই দাম বহন করা সম্ভব হয়ে ওঠেনা। সব ধরনের ক্রেতার কথাই আপনাকে মাথায় রাখতে হবে।

এবার প্রশ্ন আপনি শাড়ি কোথা থেকে কিনবেন। কম দামে শাড়ি কিনতে না পারলে আপনার লভ্যাংশ কমে যাবে। এক্ষেত্রে আপনি পাইকারী বাজারে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জায়গায় হাট বসে। সেখানে কম দামে শাড়ি পাওয়া যায়।আপনি সেগুলোও খোঁজ নিতে পারেন।

বর্তমানে আমাদের দেশে বুটিক হাউসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শাড়ির ব্যাবসার সাথে সাথে কিছু বুটিকের কাজ করলেও আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। তবে কাপড়ের সেলাই, গুণগত মান, ও আধুনিকতার ওপর আপনাকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।  ক্রেতাদের সন্তুষ্টি এবং ধারাবাহিকতা বজায় রাখাও একজন বিক্রেতা হিসাবে আপনার প্রধান দায়িত্ব। সাধারণ শাড়ির পাশাপাশি অনেকেই একটু ডিজাইনার শাড়ি পছন্দ করে। তা বুটিকের শাড়িতে পাওয়া যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version