Ukraine-Russia Conflict: টানা ১০ মাস পর এবার থামবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ! জানালেন পুতিন

।। প্রথম কলকাতা ।।

Ukraine-Russia Conflict: প্রায় দশ মাস হতে চলল, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Ukraine-Russia Conflict) অব্যাহত। এই যুদ্ধের শেষ কোথায় তা জানা নেই। মাঝে কয়েক মাসের জন্য যুদ্ধের গতি শ্লথ হলেও, পুনরায় রাশিয়া (Russia) ইউক্রেনে তাণ্ডব লীলা শুরু করে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের (Ukraine) শহরগুলিতে এত বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যে অনেক শহর আগুনে পুড়ে গিয়েছে। এই যুদ্ধের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের (Putin) কাছ থেকে এল এক বড়সড় বিবৃতি, যা ইঙ্গিত দিচ্ছে এবার হয়তো যুদ্ধের অবসান হবে। পুতিন বলেছেন, তিনি এই যুদ্ধ শেষ করতে চান।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। যেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১.৮৫ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করেছে। অপরদিকে রুশ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দীর্ঘদিনের যুদ্ধ চলছে তিনি তার অবসান ঘটাতে চান। তিনি আরো বলেছেন, তাঁর লক্ষ্য সামরিক সংঘাত চালিয়ে যাওয়া নয়, উপরন্তু তিনি যুদ্ধের শেষ চান। তিনি এই যুদ্ধের অবসানের চেষ্টা করছেন, আর ভবিষ্যতেও এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। তাঁর বিবৃতিতে জানিয়েছেন, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো সম্ভব।

পুতিন ইউক্রেনে আমেরিকার সহায়তা সম্পর্কে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়েছে তা একটি পুরনো মার্কিন অস্ত্র ব্যবস্থা। যা সহজেই রাশিয়া মোকাবিলা করতে পারে। এর মোকাবিলায় রাশিয়ার কাছে রয়েছে ‘এস ৩০০’ সিস্টেম।

গত দশ মাসে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে প্রায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ। ২০২২ এর ২৪শে ফেব্রুয়ারি ছিল সেই কালো দিন, রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করে। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া বিমান, মিসাইল, ট্যাংক সবকিছু দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত জয়লাভ করতে পারেনি। কয়েক মাস যুদ্ধের গতি শ্লথ হলেও পুনরায় আবার ইউক্রেনে ধ্বংসলীলা মাথাচাড়া দিয়ে উঠেছে। অপরদিকে ইউক্রেন ধীরে ধীরে রাশিয়ার দখলকৃত এলাকাগুলিতে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেছে। রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ন্যাটো। এই যুদ্ধে ন্যাটো পিছপা হতে চাইছে না। ন্যাটো মনে করছে, যুদ্ধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভাবনা বাড়ানোর সর্বোত্তম উপায় হল ইউক্রেনকে সাহায্য করা। এবার দেখার পুতিনের বিবৃতি অনুযায়ী জেলেনস্কি কোন পদক্ষেপ নেবেন। কূটনৈতিক আলাপ আলোচনা মানেই সমঝোতায় আসা। সেখানে ইউক্রেন নিজেদের মাটি এক চুলও ছাড়তে নারাজ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version