Russian Jet & US Drone Collision: ইউক্রেন অতীত, আমেরিকার সঙ্গে যুদ্ধ বাঁধবে রাশিয়ার! সংঘর্ষ ড্রোনের সঙ্গে জেটের

।। প্রথম কলকাতা ।।

Russian Jet & US Drone Collision: এক বছর পেরিয়ে গিয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) এখনো অব্যাহত। যেখানে না রাশিয়া জিতেছে, না ইউক্রেন হেরেছে। এবার নতুন করে যুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে রাশিয়ার সঙ্গে আমেরিকার (America)। কৃষ্ণসাগরের আমেরিকার দাদাগিরি কিছুতেই মেনে নিতে পারছেন না পুতিন (Putin)। রুশ যুদ্ধ বিমানের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে মার্কিন ড্রোন। যা ভালো চোখে দেখছেনা বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছেন, হয়ত আমেরিকা এর মোক্ষম জবাব দিতে পারে। এমনি থেকেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে স্নায়ু যুদ্ধ চলছিল। আমেরিকা যেভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছিল তা ভালো চোখে দেখেনি রাশিয়া। আমেরিকা বারংবার বলে এসেছে এই যুদ্ধে ইউক্রেনকে সর্বত্রভাবে সাহায্য করবে। তাই প্রথম থেকেই চোটে ছিল রাশিয়া।

ইউক্রেন উপকূলে আমেরিকার ড্রোনের (American Drone) সঙ্গে রাশিয়ার ফাইটার জেটের (Fighter Jet) সংঘর্ষ অনেক কিছুর মোড় ঘোরাতে পারে। মঙ্গলবার কৃষ্ণ সাগরের উপর ঘুরছিল মার্কিন ড্রোন, যা ধ্বংস করে দিয়েছেন রাশিয়ার যুদ্ধ বিমান। এমনটাই জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। যদিও এখনও পর্যন্ত রাশিয়া আমেরিকার এই দাবি মেনে নেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা দুই শক্তিধর দেশের মধ্যে আগুন জ্বালাতে পারে। যে ড্রোনটি ধ্বংস হয়েছে সেটি আমেরিকার এমকিউ নাইন সিরিজের। আমেরিকার দাবি অনুযায়ী, পুতিনের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ওই ড্রোনের উপর জ্বালানি ফেলে দিয়েছে। যার কারণে মুহূর্তে ড্রোনটি ধ্বংস হয়ে যায়। রাশিয়া যে ফাইটার জেট ওড়াচ্ছিল তা পরিবেশের জন্য একেবারেই ভালো নয়।

কৃষ্ণসাগরকে কেন্দ্র করে উত্তেজনা বেশ কয়েকদিন আগেই দেখা গিয়েছিল। ব্রিটেন অভিযোগ করেছিল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কৃষ্ণসাগরের উপকূলে পরমাণু বোমা পরীক্ষা করতে চাইছে। তখন কিন্তু সেই দাবিকে অগ্রাহ্য করে রাশিয়া। অপরদিকে সাগর উপকূলে কড়া নজরদারি অব্যাহত রেখেছে আমেরিকা। রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেন চাইছে ক্রিমিয়া। যার পিছনে হাত থাকতে পারে আমেরিকার। জেলেনেস্কি নাকি হামলার ছক কষছেন, যেখানে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে।

গত কয়েক বছরে আমেরিকার আর রাশিয়ার মধ্যে তিক্ততা উত্তরোত্তর বেড়েই চলেছে, অথচ ক্রিমিয়া যুদ্ধের আগে এই দুই দেশ ছিল একে অপরের খুব ভালো বন্ধু। বর্তমানে সেই সম্পর্ক একেবারে উল্টে গেছে। পাশাপাশি আগুনে ঘি ঢেলেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার উপর আমেরিকা একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের। এক্ষেত্রে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, দুই দেশের মধ্যে এবার যুদ্ধ না বেঁধে যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version