Ukraine war: বিদ্যুৎকেন্দ্রের হামলায় অন্ধকারে ইউক্রেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করছে রাশিয়া! বিস্ফোরক জেলেনস্কি

।। প্রথম কলকাতা ।।

Ukraine war: গত নয় মাস ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) স্ট্র্যাটেজি একের পর এক ফেল করছে। কিছুতেই দমানো যাচ্ছে না ইউক্রেনকে। অবশেষে তিনি মারাত্মক যুদ্ধাস্ত্র বাদ দিয়ে, হাতিয়ার করলেন প্রকৃতিকে। ইউক্রেনে যাতে ঠান্ডা দাপট চালাতে পারে তার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছেন। কনকনে ঠান্ডায় এখন ইউক্রেনের বহু এলাকা জুড়ে ব্ল্যাক আউট। ঘুটঘুটে অন্ধকারে দিন কাটছে ইউক্রেনবাসীর। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি (President Volodymyr Zelensky) রাশিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ (crimes against humanity) বলে অভিযুক্ত করেছেন।

‘বিবিসি’র(BBC) সূত্র অনুযায়ী, ভিডিও লিঙ্ক এর মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জেলেনস্কি জানিয়েছেন, এই ঠান্ডায় এখন লক্ষ লক্ষ মানুষকে গরম আর জল ছাড়া থাকতে বাধ্য করেছে রাশিয়া। সম্প্রতি নতুন করে এই হামলায় নিহত হয়েছেন সাত জন। বন্ধ হয়ে গেছে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। রুশ গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোররিঝিয়া (Zaporizhzhia) প্ল্যান্ট। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। শীত শুরু হওয়ার সাথে সাথেই ঘুরপথে চাল দিচ্ছেন পুতিন। তিনি একের পর এক হামলা বাড়িয়েছেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামাগুলিতে। রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রচুর ক্ষতি হয়েছে। যার জেরে দেশটির অর্ধেকেরও বেশি গ্রিড মেরামতের প্রয়োজন।

বুধবার জেলেনস্কি জানান, কিয়েভের পরিস্থিতি বেশ কঠিন। বিদ্যুৎ পুনরুদ্ধার জন্য রাত পর্যন্ত চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে ইউক্রেনের রাজধানীর অন্তত ৮০ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ আর গরম জল নেই। এসবের মাঝেই তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই রাশিয়ান ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা বেশ কয়েকটি শহরের ক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। যার মধ্যে রয়েছে লভিভ, ওডেসা এবং চেরকাসি।

রুশ হামলার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি জাতিসংঘে এই ধরনের ঘটনাকে কাপুরুষ এবং অমানবিকতার সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান যুদ্ধক্ষেত্রে সংগ্রামের পর মস্কো এখন কাপুরুষ এবং অমানবিক কৌশল অবলম্বন করেছে। যার কারণে শাস্তি পাচ্ছে ইউক্রেনের পুরুষ, মহিলা এমনকি শিশুরাও। সব থেকে হৃদয়বিদারক একটি ঘটনা হল, সম্প্রতি রুশ হামলায় ইউক্রেনের একটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার জানান, মস্কো প্রায় ৬৭ ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ৫১টিকে সফলভাবে বাধা দিয়েছে। এসবের মাঝেই একের পর এক ছক কষে চলেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া আবারও আক্রমণকারী ড্রোন মোতায়েন করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান সফরের সময় হামলার বিষয়ে মন্তব্য করেননি। তবে মস্কো বলেছে যে ইউক্রেনের পাওয়ার গ্রিডে আক্রমণ করা কিয়েভের লড়াই করার এবং তার নেতাদের আলোচনার টেবিলে নিয়ে যাওয়ার ক্ষমতা দুর্বল করতে পারে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version