Indian Drowned in Canada: আমেরিকায় অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় সহ মৃত্যু ৮ জনের!

।। প্রথম কলকাতা ।।

Indian Drowned in Canada: আমেরিকায় (America) অনুপ্রবেশ করতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হল এক ভারতীয় পরিবার সহ ৮ জনের। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করেছে। যেখানে দুই জন শিশুর রয়েছে। শোনা যাচ্ছে, দুটি পরিবার বেআইনিভাবে কানাডা (Canada) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছিল। তখনই ঘটে মারাত্মক বিপদ। নৌকাডুবিতে প্রাণ হারায় এক ভারতীয় পরিবার সহ ৮ জন।

বৃহস্পতিবার সেন্ট লরেন্স নদীর পাড়ে ছয় জন প্রাপ্তবয়স্ক সহ দু’জন দুই শিশুর দেহ উদ্ধার করেছে কানাডা পুলিশ। কানাডা পুলিশের মতে, কানাডা হয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অনুপ্রবেশ করছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, এখানে দুটি পরিবার রয়েছে, একটি ভারতীয় এবং অপরটি রোমানিয়ান। পুলিশ মৃতদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করেছে। যে দুজন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন শিশুর বয়স তিন বছরেরও কম। দুজনের কাছেই পাওয়া গিয়েছে কানাডার পাসপোর্ট।

প্রথমে জলাভূমির মধ্যে কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। পরে সন্দেহ হতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার স্থলে এসে দেখে কয়েকটা দেহ ভাসছে। তারপর তদন্ত করে দেখা হয় সেখানে প্রায় ছয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহ সহ শিশুদের দেহ রয়েছে। যাদের মধ্যে রয়েছে এক ভারতীয় পরিবার। ওই ঘটনাস্থলেই পাওয়া গিয়েছে ডুবে যাওয়ার নৌকাটি। জানা যায়, নৌকাটি নাকি নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তির। যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেটি কানাডার মোহকের মধ্যে পড়ে। এই অঞ্চলটি কানাডার ওন্টারিয় আর কিউবেকের মাঝামাঝি অবস্থানে রয়েছে। একটি উল্টো দিকেই রয়েছে নিউইয়র্ক। প্রায় কয়েক বছর ধরে এই নদীর তীর ধরে আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই আমেরিকা সরকারের তরফ থেকে নজরদারি আরো বাড়ানো হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version