Carnation Flower: বাড়ির ছাদকে করে তুলবে সুন্দর ও আকর্ষণীয়, শীতে চাষ করুন কার্নেশন

।। প্রথম কলকাতা ।।

Carnation Flower: শীতকালে বিভিন্ন ধরনের ফুল এবং শাকসবজির গাছ বাড়িতে লাগানো হয়ে থাকে। এই মরশুমে বাড়ির ছাদ ভর্তি রঙবেরঙের ফুল দেখতে পছন্দ করেন বহু মানুষ। যারা গাছ ভালবাসেন তাদের কাছে শীতকাল (Winter) যেন আশীর্বাদের মতো। কারণ এই সময় নানান ধরনের ফুল ফোটে। তার মধ্যে অন্যতম একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল হল কার্নেশন। এই ফুল (Flower) বিভিন্ন রঙের হয়ে থাকে। কিন্তু তাদের মধ্য থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে হোয়াইট কার্নেশন। আর সাদা কার্নেশনকে (Carnation) ভারতেও খুব বেশি পছন্দ করা হয়।

কীভাবে আপনি বাড়িতে চাষ করবেন কার্নেশন ?

মাটি প্রস্তুত: যে কোন গাছের বীজ রোপণ করতে গেলে সবার আগে মাটি প্রস্তুত করা প্রয়োজন। এক্ষেত্রেও সেটাই করতে হবে। কার্নেশন চাষ করার জন্য গোবর সার এবং বাগানের সাধারণ মাটি ও বালি সমান পরিমাণে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রিত মাটিকে একটি পাত্রের মধ্যে ভরে নিতে হবে। ওই মাটির সঙ্গে কিছুটা সার মিশিয়ে দেওয়া যেতে পারে। এবার একটি পাত্রের মধ্যে মাটি দিয়ে তার ওপরে কিছু দূরত্বে কার্নেশন বীজগুলিতে ছড়িয়ে দিন। বীজের উপরে আবার মাটির একটি পাতলা আস্তরণ দিতে হবে। আর তারপর পাত্রের মধ্যে হালকা হাতে অল্প অল্প জল ছড়িয়ে দিন।

কীভাবে যত্ন নেবেন কার্নিশনের ?

এই ফুলটির জন্য সূর্যালোক খুবই প্রয়োজন। তাই বাড়ির এমন কোন জায়গায় বীজগুলিকে রাখুন যেখানে অন্ততপক্ষে দিনে ছয় থেকে আট ঘণ্টার রোদ থাকে। সূর্যের আলো যদি না পায় তাহলে কিন্তু বীজ (Seeds) চারায় পরিণত হবে না এবং চারায় পরিণত হলেও সুন্দর ফুল উপহারস্বরূপ পাবেন না। বীজ অঙ্কুরিত হতে কম করে এক সপ্তাহ মতো সময় লাগে। ধীরে ধীরে যখন বীজ থেকে চারা বেরোবে এবং বড় হতে থাকবে তখন অল্প অল্প জল স্প্রে করতে থাকুন। কীটনাশক দিতে পারেন মাসে দুবার।

প্রথমত কার্নেশনের বীজ খুব বড় পাত্রে রোপণ করা উচিত নয়। আর যদি বড় পাত্রে চারা রোপণ করা হয় সে ক্ষেত্রে একসঙ্গে তিন থেকে চারটি চারা রোপণ করুন। গাছে ফুল আসার পর সেটি যদি শুকিয়ে যায় তাহলে ছিঁড়ে ফেলে দিন। এমনিতেও যখন গাছে বীজ আসে তখন ফুল হওয়ার পরিমাণ কমে যায়। যখন গাছটিতে জল দেবেন তখন বিশেষভাবে নজর রাখবেন যে, ফুল এবং পাতায় যাতে কোনভাবেই জল না পড়ে। কারণ সেখানে ছত্রাক তৈরি হতে পারে। আর যে কোন ধরনের পোকামাকড় এবং ছত্রাক থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন নিম তেলের স্প্রে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version