Loard Surya: পাবেন সফলতা, সূর্যদেবকে প্রসন্ন করতে প্রতি রবিবার করুন এই প্রতিকারগুলি

।।প্রথম কলকাতা।।

Loard Surya: হিন্দু ধর্মে প্রত্যেকদিনই কোনো না কোনো দেবতাকে সমর্পিত করা হয়। হিন্দু ধর্মের প্রতিমাসে এক বা অন্য দেবতার পুজো করার রীতি রয়েছে। শাস্ত্র অনুসারে প্রতিদিন প্রতিটি মাস কোনো না কোনো দেবতার পুজোর জন্য বিশেষ হিসেবে বিবেচিত হয় । যেমন কার্তিক মাসে ভগবান বিষ্ণু এবং তুলসী মায় পুজো গুরুত্বপূর্ণ। আবার পৌষ মাসে সূর্য দেবতার পূজা করা হয় । তেমনই রবিবার সূর্যদেবের আরাধনার জন্য উত্তম বলে মনে করা হয়। জ্যোতিষে সূর্যদেবকে গ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যদেবের কৃপা হলে ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি হয় এবং তার সুস্বাস্থ্য ভালো থাকে।

অন্যদিকে সূর্য দুর্বল হলে বা ব্যথিত অবস্থায় থাকলে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। অর্থের অভাব দেখা যায় এবং হয়ে থাকা কাজও বিগড়ে যায়। রবিবার দিন এই কিছু বিশেষ প্রতিকার করলে এই সব সমস্যা দূর হয়ে যায়। রবিবার চন্দনের টিকা কপালে দিয়ে তবেই বাইরে বের হন। বিশ্বাস করা হয় যে এরকম করলে আপনি যে কাজের জন্য বাইরে যাচ্ছেন সেটা অবশ্যই পূরণ হবে। এর পাশাপাশি রবিবার দিন লাল রঙের পোশাক পরা খুব শুভ বলে মনে করা হয়।

দানের জন্য রবিবার দিন খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন সূর্য দেবতাকে প্রসন্ন করার জন্য গুড়ো দুধ ,কাপড় দান করুন। এতে আপনার কোনো কাজে বাধা পড়বে না আর সব কাজেই সফলতা পাবেন। রবিবার ঘরের বাইরে দরজা দুদিকে গিয়ে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে ঘি এর প্রদীপ জ্বালালে সূর্যদেবতার পাশাপাশি মা লক্ষীকেও প্রসন্ন করা হয়। অর্থ প্রাপ্তির জন্য এটি খুবই উত্তম বলে মনে করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version