Home Remedies For Thick Eyebrows: চোখের সৌন্দর্য বিগড়ে দিচ্ছে পাতলা আইব্রো! ঘন করুন প্রাকৃতিক উপায়ে

।। প্রথম কলকাতা।।

Home Remedies For Thick Eyebrows: সাধারণত আমাদের সামনে এসে যখন কেউ দাঁড়ান কিংবা আমরা যদি কাউকে খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে সবার প্রথম তাদের মুখের দিকেই নজর চলে যায় । আর তারপর কারও সাথে আই কন্ট্যাক্ট করতে গেলে চোখের দিকে তাকাতেই হবে । কিন্তু সেই সময় পাতলা ( Thin) আইব্রো আপনার পুরো পারফেক্ট মেক আপ লুককেও নষ্ট করে দিতে পারে। আর্টিফিশিয়ালি মেক আপের মাধ্যমে নকল আই ব্রো ( Eye brows) আপনি তৈরি করে নিতেই পারেন । কিন্তু তাতে প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায় না। তাই মুখের জন্য একেবারে যথাযত আকারের একটা ঘন আই ব্রো ( Thick Eyebrows) থাকা ভীষণ প্রয়োজন।

অনেকেই এমন রয়েছেন যারা পাতলা আইব্রো থাকার কারণে খানিকটা চিন্তিত বোধ করেন । সবসময় মেকআপের মাধ্যমে আই ব্রো ঠিক করে বাইরে বেরোনো সম্ভব নয়। তাই প্রাকৃতিকভাবে আই ব্রো কীভাবে ঘন এবং কালো করা যাবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। আজকের প্রতিবেদনে এমনই কিছু প্রাকৃতিক উপাদানের কথা জানানো হবে যেগুলি অল্প সময়েই ঘন এবং আকর্ষণীয় আই ব্রো তৈরি করতে আপনার ভীষণ সাহায্য করবে। চটজলদি জেনে নিন আই ব্রো ঘন এবং কালো করার ঘরোয়া টোটকা।

* নারকেল তেল ( Coconut Oil) : চুলের যত্নে নারকেল তেলের জুরি মেলা ভার। এর উপকারিতা সম্পর্কে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। প্রায় সকলেই জানেন নারকেল তেল ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী। ঠিক তেমনই এটা আইব্রো ঘন করতেও বেশ কার্যকরী। যাদের পাতলা আই ব্রো রয়েছে তাঁরা রাতে ঘুমোনোর আগে তুলোতে হালকা নারকেল তেল নিয়ে আই ব্রোতে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই কাজটি করতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই ফল চোখের সামনে দেখতে পাবেন।

* ক্যাস্টর অয়েল ( Castor Oil) : নতুন চুল গজানোর জন্য অনেকেই ক্যাস্টর অয়েলের উপর ভরসা রাখতে পছন্দ করেন । এতে রয়েছে প্রোটিন ফ্যাট ভিটামিন সহ একাধিক পুষ্টিগুণ । এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট । আপনি যদি সপ্তাহে তিন দিন নিজের আই ব্রোতে এই ক্যাস্টর অয়েল অ্যাপ্লাই করে ৩০ মিনিট রাখতে পারেন তাহলে ফল মিলবে।

* পেঁয়াজের রস ( Onion Juice) : পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে ভীষণভাবে কাজে লাগে । এই পেঁয়াজের রসের মধ্যে রয়েছে মিনারেলস, সালফার ,ভিটামিন বি এর মত একাধিক উপাদান । যা নতুন চুল গজাতে সাহায্য করে তাই তুলোতে হালকা পেঁয়াজের রস নিয়ে আ ব্রোতে লাগান । সপ্তাহে দুবার করে এই কাজটি করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে।

* এগ মাস্ক (Egg Mask) : চুলের যত্নের জন্য ডিমের ব্যবহার করা নতুন কোন ঘরোয়া টোটকা নয় । এটা আইব্রো ঘন করার কাজেও ব্যবহার করে দেখতে পারেন। কারণ ডিমের কুসুম একদিকে প্রোটিনের খুব ভালো উৎস। তেমনই এতে রয়েছে বায়োটিন যা আপনার আইব্রো ঘন করতে ভীষণভাবে সাহায্য করতে পারে।

* অ্যালোভেরা জেল ( Aloevera Gel) : বাড়িতে যদি একটি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তার জেল যে কত কাজে ব্যবহার করা হয় এর কোন হিসেব নেই । ত্বক থেকে শুরু করে চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করে থাকেন অনেকেই। কারণ এতে রয়েছে ভিটামিন ই ,অ্যান্টি অক্সিডেন্টসহ আরও প্রয়োজনীয় পুষ্টিগুণ। আইব্রোতে খানিকটা টাটকা অ্যালোভেরা জেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। রোজ এই কাজটি করতে থাকলে আপনি পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন । তবে চেষ্টা করবেন গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করার।

এই প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি টোটকাই একেবারে ঘরোয়া । এগুলির জন্য আপনাকে বাইরে থেকে কোন উপাদান আনতে হবে না । প্রাকৃতিক উপাদান দিয়ে আই ব্রো ঘন করতে চাইলে অবশ্যই ধৈর্য ধরতে হবে । দুদিনের মধ্যে হঠাৎ করে পাতলা আইব্রো ঘন হয়ে যাওয়ার মতো ম্যাজিক হয়তো হবে না। কিন্তু নিয়মিত ব্যবহার করতে থাকলে পরিবর্তন অবশ্যই চোখে পড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version