।। প্রথম কলকাতা ।।
Money: প্রতিটি মানুষই চান তাদের সংসার যেন সর্বদা সম্পদে পরিপূর্ণ থাকে। আর্থিক কষ্ট এমন একটি সমস্যা, যার লেজুড় হয়ে থাকে নানান বাধা-বিপত্তি। অর্থ উপার্জনের জন্য মানুষ কঠোর পরিশ্রম করেন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেকে চেষ্টা করার সত্ত্বেও সেভাবে অর্থ(Money) আয় করতে পারছেন না। উপরন্তু তারা দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। কারণটা সেই ব্যক্তির কাজের সঙ্গে জড়িত হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অনেক সময় পরিশ্রম করেও কেউ কেউ এমন কাজ করেন যার কারণে ধন-সম্পদের দেবী লক্ষ্মী( Lakshmi) অসন্তুষ্ট হন। প্রচলিত বিশ্বাস আর ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা এমন কিছু নিয়ম আছে যা বহু মানুষ মনে প্রাণে মেনে চলেন। মান্যতা অনুযায়ী, এমন পাঁচটি কর্ম বা অভ্যাস রয়েছে যা একজন মানুষকে দ্রুত অর্থ সংকটে ফেলতে পারে।
(১)কলিযুগে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় কর্মকে। যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেন মা লক্ষ্মী( Ma Lakshmi) সর্বদা সেই সংসারে অধিষ্ঠান করেন। অপরদিকে অলস ব্যক্তির বাড়িতে অর্থের অভাব দেখা দেয়। কথিত আছে, যে ব্যক্তি দিনের বেলা ঘুমান এবং কাজে অলস থাকেন তার ঘরে যতই সম্পদ থাকুক না কেন, একদিন না একদিন তার সব শেষ হয়ে যাবে।
(২)প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সম্পদের দেবী লক্ষ্মীর বাসস্থান হল পরিচ্ছন্ন এবং পবিত্র একটি জায়গা। ঘরবাড়ি নোংরা করে রাখলে মা লক্ষ্মী সেই স্থান থেকে নিঃশব্দে চলে যান। যারা মন থেকে চান তাদের সংসার সম্পত্তিতে ফুলে ফেঁপে উঠুক তারা কখনোই নোংরা বা ময়লা হাতে ধন-সম্পদ স্পর্শ করেন না। উপরন্তু সম্পদের জায়গা সব সময় পরিষ্কার করে রাখেন।
(৩)সনাতন ঐতিহ্য অনুযায়ী, একজন ব্যক্তি কতটা ভালো কাজ করছেন আর কতটা খারাপ কাজ করছে তা তার সম্পদের পরিমাণকে প্রভাবিত করে। বিশ্বাস করা হয়, কোন ব্যক্তি যদি জুয়া বা মদের মতো নেশায় আসক্ত হয়ে পড়েন কিংবা অন্যের প্রতি কুদৃষ্টি রাখেন তাহলে সম্পদের দেবী কখনো তার সাথে থাকেন না। সেই ব্যক্তির সংসার দেবী লক্ষ্মী থাকতে অসন্তুষ্ট বোধ করেন। যার কারণে ওই ব্যক্তি আর্থিক সংকটের পাশাপাশি সমাজ থেকে প্রাপ্য সম্মান হারিয়ে ফেলেন।
(৪)সনাতন ধর্মের থুতু দিয়ে টাকা গোনাকে অত্যন্ত অন্যায় বলে মনে করা হয়। টাকা হল দেবীর লক্ষ্মীর প্রতীক। সেক্ষেত্রে থুতু ব্যবহার করলে তাঁকে অপমান করা হয়। যার কারণে দেবী লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। পাশাপাশি সংসারে ইতিবাচক শক্তির পরিবর্তে নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে।
(৫)প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় ঠিক নয়। অর্থকে যথাযথ মূল্য না দিয়ে আপনি যদি অপ্রয়োজনীয় কাজের ব্যয় করেন তাহলে আর্থিক সংকট দেখা দিতে পারে। আপনার যদি এই অভ্যাস থাকে তাহলে দ্রুত ত্যাগ করুন। অর্থের অপব্যবহার করা উচিত নয়। যদি দিনের পর দিন এই অভ্যাস বজায় রাখেন তাহলে একটা সময় আপনার কাছে সম্পদ বলতে কিছুই থাকবে না।