।। প্রথম কলকাতা ।।
Wholesale Business Idea: বর্তমানের তরুণ প্রজন্ম একই ধাঁচের চাকরি থেকে ব্যবসার দিকে বেশি ঝুঁকেছেন। তাঁরা চাইছেন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের কোন ব্যবসা দাঁড় করাতে। ছোট ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা সেটা নিজের মতো করে পরিচালনা করার সুযোগ পেতে চাইছে শিক্ষিত বেকার যুবসমাজ। তেমনই একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হল পাইকারির। এক্ষেত্রে উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে তা খুচরো বিক্রেতাদের কাছে বিক্রি করতে হয়। আর এতে প্রতি মাসে কিংবা প্রতিবছরে রোজগারের পরিমাণ যথেষ্ট হয়।
পরিচিতি যত বাড়ে ততই মুনাফা লাভের পরিমাণ বাড়তে থাকে। আজকের এই প্রতিবেদনে তেমনি পাঁচটি লাভজনক পাইকারি ব্যবসার (Wholesale Business) আইডিয়া দেওয়া হয়েছে। কীভাবে সেই ব্যবসা গুলি আপনি শুরু করতে পারবেন, কী কী ব্যবসা পাইকারির ক্ষেত্রে বর্তমানে বেশ চাহিদায় রয়েছে, বাজারে কোন জিনিসের চাহিদা বেশি, সেটাকে কেন্দ্র করে পাইকারি ব্যবসা করা যায় কিনা, কত পুঁজি বিনিয়োগ করতে হবে, এই সংক্রান্ত সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
- ব্যাগের পাইকারি ব্যবসা (Bag Wholesale Business) : চামড়ার ব্যাগ এখন চাহিদার শীর্ষে রয়েছে। ব্যাগের মধ্যেও বিভিন্ন প্রকার বিভিন্ন ধরন হয়। যেমন ধরুন লেডিস ব্যাগ, শপিং ব্যাগ , মানিব্যাগ, স্কুল ব্যাগ, জেন্টস ব্যাগ প্রভৃতি । সরাসরি ব্যাগ তৈরির কারখানা থেকে ব্যাগ সংগ্রহ করে তারপর সেগুলি বাজারে খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করলে লাভের পরিমাণ থাকে বেশ অনেকটাই। সর্বপ্রথম এই ব্যবসা শুরু করার জন্য কমপক্ষে দু লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ব্যবসায়ীকে। এছাড়াও কোন জায়গা থেকে একসাথে অনেক মাল কিনলে ছাড় পাওয়া যাবে, কোথায় মালের দাম কেমন এই সংক্রান্ত বিষয়গুলি বাজার ঘেঁটে যাচাই করে নিতে হবে।
- ঘড়ির পাইকারি ব্যবসা (Watch Wholesale Business) : স্টাইল স্টেটমেন্ট হিসেবে বাজারে বর্তমানে নতুন নতুন ঘড়ি আসছে , যা নজরকাড়া । এমন অনেকেই রয়েছেন যারা ঘড়ি কিনতে ভীষণ আগ্রহী। এই ব্যবসা করলে লাভের পরিমাণ যথেষ্ট কারণ ঘড়ি এমন একটি জিনিস যা ক্রমশ নতুন থেকে নতুন ডিজাইনের আসবে । প্রতিদিন ঘড়ি পড়তে ভীষণ পছন্দ করেন বহু মানুষ। অবশ্যই ব্যবসাটি দাঁড়াতে পারবে। কোন বড় পাইকারি মার্কেট থেকে সবচেয়ে কম ৪০০ টাকা মূল্যের ঘড়ি কিনে আনলেও সেটি খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করা যাবে ৭০০ থেকে ৮০০ টাকায়।
- কসমেটিক্সের পাইকারি ব্যবসা (Cosmetics Wholesale Business): ছেলেদের তুলনায় মেয়েদের কসমেটিক্স এর চাহিদা অনেক বেশি। বর্তমানে এমন বহু ব্র্যান্ড রয়েছে যারা হোলসেল মার্কেট খোঁজে নিজেদের কসমেটিক্স বাজারে পৌঁছে দেওয়ার জন্য সেই রকম কোন ব্র্যান্ডের সাথে কাজ করলে অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করেই ব্যবসাটি শুরু করা যায়।
- চালের পাইকারি ব্যবসা (Rice Wholesale Business) : প্রতিদিনের খাবার হিসেবে প্রত্যেকটি বাড়িতে চালের প্রয়োজন হয়। তাই বাজারে কখনও এই ব্যবসায় মন্দা আসবে না। চাইলেই চালের পাইকারি ব্যবসা শুরু করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে চাল মিল গুলির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। বেশ কিছুটা রিসার্চ করে তারপর নির্দিষ্ট জায়গা থেকে চাল সংগ্রহ করতে হবে। ব্যবসাটি শুরু করার ক্ষেত্রে খুব জোর ৫০০ বস্তা চাল তুলুন। আর তারপর ১০০ টাকা লাভ রেখে সেইগুলি ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দিন । এইভাবে পরবর্তীতে প্রতি বস্তা পিছু ক্রমশ ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লাভ করা যেতে পারে।
- শাড়ির পাইকারি ব্যবসা (Saree Wholesale Business) : শাড়ির পাইকারি ব্যবসা ভীষণ লাভজনক। এই ব্যবসা মহিলারাও চাইলে করতে পারেন। সারা বছর ধরেই শাড়ির চাহিদা থাকে। তাই শাড়ি উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি শাড়ি কিনে তারপর সেগুলি বিক্রি করা যেতে পারে। কিন্তু শাড়ির ব্যবসা শুরু করতে গেলে আপনাকে বেশ ভালো পরিমান টাকা বিনিয়োগ করতে হবে। তবেই বাজার থেকে লাভ তুলে আনা সম্ভব হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম