Rose cultivetion: বাড়ির সৌন্দর্য বাড়াতে জুড়ি নেই, টবেই করুন গোলাপ চাষ

।। প্রথম কলকাতা ।।

Rose cultivetion: এই শীতকাল গোলাপ ফুল চাষের একদম উপযুক্ত সময়। বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে টবের মধ্যে সহজেই করা যায় গোলাপের চাষ। বাড়ির সৌন্দর্য বাড়াতে গোলাপের জুড়ি নেই। চলুন কিভাবে সেই গোলাপ গাছ বড় করে তুলবেন দেখে নেওয়া যাক।

অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের চারা বসানোর উপযুক্ত সময়। এ জন্য আট ইঞ্চি টব নিতে হবে। ছয় থেকে আট ঘণ্টা রোদ পায় এমন স্থানে টব রাখুন। তবে গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে গাছ কে বাঁচানোর জন্য মাঝেমাঝে ছায়ায় রাখুন।

টবের মাটি তৈরি করার জন্য দোআঁশ মাটি, গোবর সার, পাতা পচা সার, বালি, সরষে খোল, সামান্য ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিন। মাঝে মাঝে ব্যবহৃত চা পাতা শুকনো করে মাটিতে মিশিয়ে রাখুন।

নার্সারি থেকে চারা সংগ্রহ করে এনে টবের ঠিক মাঝখানে একটি গর্ত করে চারাটি বসিয়ে দিন। চারা বসানোর আগে মরা ডালপালা ছেঁটে দিন।

দু-তিনদিন অন্তর অন্তর জল দিতে হবে। চারা অবস্থায় গাছ যেন কখনোই বেশি রোদ বা বেশি বৃষ্টির জলের মধ্যে না থাকে তার লক্ষ্য করতে হবে। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কখনোই জল জমে না থাকে।

মাঝে মাঝে গাছ কেটে দেওয়ার পরে গাছ থেকে কিছুটা দূরে চারিদিকে গোবর সার দিয়ে দিতে হবে। গোলাপ গাছ সাধারণত গুল্ম জাতীয় গাছ। বর্ষার পর অক্টোবর-নভেম্বর মাসে ছাঁটাইয়ের ভালো সময়।

গ্রীষ্মকালের ছাদে টব রাখলে পুরো খড় বিছিয়ে তার উপরে ইট বা কাঠের টুকরো রেখে সেগুলোর ওপর টব রাখুন। রাতের দিকে তাপমাত্রা কমে গেলে তারপরে টবে জল দিন। বর্ষাকালে সমস্ত খড় সরিয়ে দিয়ে কেবলমাত্র ছাদের ওপরেই টব রাখুন।

গোলাপ গাছের রোগবালাই প্রায়ই হয়ে থাকে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ হয়। জলের মধ্যে রসুন থেঁতো করে এবং গুঁড়ো লঙ্কা দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন গাছে স্প্রে করুন। খেয়াল রাখবেন যেখানে গোলাপের চারা লাগাচ্ছেন সেই জায়গাটি যেন পরিষ্কার থাকে। এই ভাবে যত্ন করতে পারলে আপনি একটি গাছ থেকে গড়ে ১৫ – ৩০ টি ফুল পেতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version