Snacks Making Business: ঘরে ঘরে চাহিদার নেই কমতি, নিমকির ব্যবসায় উপার্জন হতে পারে লাখ টাকা !

।। প্রথম কলকাতা ।।

Snacks Making Business: প্রতিটি বাড়িতে সকালের এবং বিকালের খাবারের জন্য অল্পসল্প তেলেভাজা রাখাই থাকে। তার মধ্যে অন্যতম একটি হল নিমকি। প্রথমত এই নিমকি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবং তা প্রতিদিনই চায়ের সঙ্গে সকালে-বিকালে খাওয়াই যায়। তাই গৃহস্থ বাড়িতে নিমকির (Nimki) অস্তিত্ব আগে থেকেও ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। এই ব্যবসা কিন্তু বেশ লাভজনক। এই বিষয়টি হয়তো অনেকের কাছেই অজানা।

শুধুমাত্র নিমকি তৈরি এবং বিক্রির ব্যবসা যেকোন মানুষকে দুর্দান্ত লাভের মুখোমুখি করাতে পারে বাড়িতে অল্প পরিমাণে নিমকি তৈরি করতে সকলেই পারেন। কিন্তু ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণে নিমকি তৈরি করা এবং তা মার্কেটিং করা অতটা সহজ নয় । সেই কারণে ব্যবসা শুরু করার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে, কতটা পরিশ্রম প্রয়োজন, কীভাবে তৈরি করতে হবে এবং লাভ হওয়ার সম্ভাবনা কতটা। তারপরই নিজের মূলধন ব্যবসায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীরা।

নিমকির ব্যবসা শুরু করতে গেলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে:

লাভের পরিমাণ ঠিক কতটা ?

এই ব্যবসা শুরু করলে প্রথম দিকে ৩০ শতাংশ পর্যন্ত লাভ রাখা যায়। কোন কোন ক্ষেত্রে আরও কম হয় কিন্তু ধীরে ধীরে যখন ব্যবসা দাঁড়াতে শুরু করবে তখন একজন ব্যবসায়ী মাসে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন। আর যদি আপনার পুঁজি বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেশি হয় সে ক্ষেত্রে মাসিক লাভের পরিমাণ যে বেশি হবে তা বলাই বাহুল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version