Astro tips: গলায় দেবদেবীর লকেট রয়েছে? জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখে নিন

।।প্রথম কলকাতা।।

 

Astro tips: আমরা অনেকেই ফ্যাশনের জন্য হাতে লকেট, আংটি, ব্রেসলেটসহ অনেক কিছু পরে থাকে। কেউ কেউ তাদের গলায় বা হাতে লকেট, রুদ্রাক্ষ, দেব-দেবীর কাচের মালা পরেন। অনেকেই না জেনেই দেব দেবীর মূর্তি লকেট হিসেবে পরেন। এটি আপনার জীবনে শুভ এবং অশুভ দুই প্রভাবই ফেলতে পারে জানেন কি? বাস্তু মতে, যে আপনি যাই করেন না কেন তা আপনার জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। তাই গলায় দেব-দেবীর লকেট পরার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।

জ্যোতিষশাস্ত্র (astrology)অনুসারে, কখনও দেবতা বা তাদের নকশার লকেট পরা উচিত নয়। শাস্ত্র অনুসারে, দৈনন্দিন জীবনে ময়লা শরীরে লেগে যায় এবং তা লকেটেও জমে যায়। সেই সাথে অনেক সময় এমনও হয় যে আমরা হাত না ধুয়ে নোংরা হাতে লকেট পরে থাকে। এতে ঈশ্বরের(god) অবমাননা হয়। এর কারণে ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে। এর পাশাপাশি আপনাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই ঈশ্বরের লকেট পরা নিষিদ্ধ।

জ্যোতিষশাস্ত্র (Astrology)অনুসারে, আপনি শুভ প্রভাবের জন্য দেব-দেবী সম্পর্কিত যন্ত্র পরতে পারেন। যজ্ঞের লকেট যদি সঠিকভাবে পরিধান করা হয় তবে জীবনে ইতিবাচকতা আসে এবং যদি রাশিফলের কোনও ত্রুটি থাকে তবে তাও দূর হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, রূপো, পিতল এবং তামার তৈরি একটি লকেট শুভ বলে মনে করা হয়। কিন্তু বাস্তু বলে যে জ্ঞান ছাড়া কোনো ধাতু পরা উচিত নয়। এমনটা করলে ঝামেলায় পড়তে হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version