।। প্রথম কলকাতা ।।
North Korea Lock Down: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন (Kim Jong-un), যার নাম শুনলে অনেকেই ভয় কাঁপে। এই দেশের মানুষ কিমের বিরুদ্ধে টুঁ শব্দ করার সাহস পান না। সেই কিমের অস্ত্রাগার থেকেই চুরি হয়ে গেল প্রায় ৬৫৩টি গুলি, যার কারণে রেগে আগুন কিম। চোর ধরতে তিনি গোটা শহর জুড়ে লকডাউন ডেকেছেন। হন্যে হয়ে খুঁজছেন চোরকে।
রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার সেনা অস্ত্রাগার থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি চুরি হয়ে গিয়েছে। যার কারণে কিম জং উন গোটা শহরের লকডাউন ঘোষণা করেছেন। গোটা বিশ্ব এই লকডাউনের সঙ্গে অত্যন্ত পরিচিত। গত ৩ বছরে করোনার দাপটের জেরে বিশ্বের প্রায় সব দেশই লকডাউন ডাকতে বাধ্য হয়েছিল। কিন্তু কিমের কাণ্ডকারখানায় অবাক অনেকেই। তিনি কি না চোর খুঁজতে লকডাউন ডাকলেন শহরে! শুধু তাই নয়, গুলি খোঁজার জন্য নিয়োগ করেছেন কারখানার কর্মী, চাষী থেকে শুরু করে স্বেচ্ছাসেবকদের।
শোনা যাচ্ছে, মার্চ মাসের ৭ তারিখে হেসন(Hyesan) শহরে সেনার মহড়া চলছিল। মহড়া শেষে সেনারা যখন গুলির সংখ্যা মেলাতে যান তখন দেখেন সেখান থেকে প্রায় ৬৫৩টি গুলি গায়েব হয়ে গেছে। এই শহরেই রয়েছে উত্তর কোরিয়ার বড় অস্ত্রাগার। সেই অস্ত্রাগার থেকেই যখন প্রচুর পরিমাণে গুলি গায়েব হওয়ায় বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন কিম। তিনি নিজে থেকেই উদ্যোগ নিয়ে গুলি খুঁজতে শুরু করেছেন। বিষয়টি প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি। প্রথমে গোটা শহর জুড়ে সেনারা গুলি খুঁজলেও তার হদিস পাননি। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। গোটা শহরে লকডাউন ডাকা হয়েছে। কিমের নির্দেশ অনুযায়ী, গায়েব হয়ে যাওয়া গুলি খুঁজে বার করতেই হবে। গোটা শহর লকডাউন করে এইভাবে গুলি খোঁজা একেবারেই সহজ ব্যাপার নয়। বিষয়টি অনেকের কাছেই হাস্যকর লাগছে।
কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের জন্য অস্ত্র-গ্রেডের পারমাণবিক উপকরণের উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর পর এই খবর আসে। তিনি জোর দিয়েছিলেন যে অস্ত্রগুলি যে কোনও সময় ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়া উচিত। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনী সোমবারের ফায়ারিং প্রশিক্ষণের সময় দুটি গ্রাউন্ড থেকে গ্রাউন্ড কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একটি পারমাণবিক বিমান বিস্ফোরণ স্ট্রাইক সিমুলেশন পরিচালনা করেছে। এছাড়াও একটি প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জলের নিচে কৌশলগত অস্ত্র সিস্টেম পরীক্ষা করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম