Chaitra Navratri 2023: দেবীর নয় রূপের আরাধনায় মিলবে সুফল! কবে পড়েছে চৈত্র নবরাত্রি?

।। প্রথম কলকাতা ।।

Chaitra Navratri 2023 Date : নবরাত্রি মানে দেবী দুর্গার নটি রূপের আরাধনা। নয় দিন ধরে দেবীর বিশেষ বিশেষ রূপকে কেন্দ্র করে নানান আয়োজনে মেতে ওঠে গোটা ভারতবর্ষ। বেশিরভাগ ক্ষেত্রে উপবাস শেষ হয় নবরাত্রির অষ্টমীতে। হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির দিন থেকে শুরু হয় নতুন বছর । বছরে চার ধরনের নবরাত্রি উদযাপনের একটি প্রথা রয়েছে, যার মধ্যে দুটি হল গুপ্ত নবরাত্রি এবং দুটি সরাসরি নবরাত্রি। চৈত্র আশ্বিন মাসে যে নবরাত্রি হয় তাতে মা দুর্গার নয়টি রূপ রয়েছে। আষাঢ় মাঘ মাসে আসে গুপ্ত নবরাত্রি, এই নবরাত্রিতে দেবীর ১০টি মহাবিদ্যার পুজো করা হয়। চৈত্র নবরাত্রি পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। মাঝে আর মাত্র কয়েকটা মাস, তারপর নতুন বছরের আগমন। ২০২৩ সালে কবে পড়েছে চৈত্র নবরাত্রি? কথিত আছে, কেউ যদি নিয়ম নিষ্ঠা সহকারে নবরাত্রি পালন করেন তাহলে সংসারে থাকা সমস্ত অমঙ্গল আর দুর্ভাগ্যের ছায়া কেটে যায়। সন্তানের স্বাস্থ্য ভালো হয় এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর লাভ হয়।

চৈত্র নবরাত্রির সময়
২২শে মার্চ(২০২৩) থেকে ৩০শে মার্চ (২০২৩) পর্যন্ত। দশমী পড়েছে ৩১শে মার্চ।

চৈত্র নবরাত্রির সূচনার শুভ সময়
২১শে মার্চ রাত ১০টা ৫২ মিনিট থেকে পরের দিন ২২শে মার্চ রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এর অমৃত মুহুর্ত থাকবে ২২শে মার্চ সকাল ৬টা ২৮মিনিট থেকে পরের দিন সকাল ৭টা ৩৯মিনিট পর্যন্ত।

•চৈত্র নবরাত্রির প্রথম দিন – ২২শে মার্চ, এই দিন মা শৈলপুত্রীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।

•চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন – ২৩শে মার্চ, এই দিন মা ব্রহ্মচারিণীর আরাধনার করা হয়।

•চৈত্র নবরাত্রির তৃতীয় দিন – ২৪শে মার্চ, এই দি মা চন্দ্রঘন্টার বিশেষভাবে পুজো করা হয়।

•চৈত্র নবরাত্রির চতুর্থ দিন – ২৫শে মার্চ, এই দিন মা কুষ্মাণ্ডার পুজো করা হয়।

•চৈত্র নবরাত্রির পঞ্চম দিন – ২৬শে মার্চ, এই দিন মা স্কন্দমাতার বিশেষ পুজো করা হয়।

•চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিন – ২৭শে মার্চ, এই দিন মা কাত্যায়নীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।

•চৈত্র নবরাত্রির সপ্তম দিন – ২৮শে মার্চ, এই দিন মা কালরাত্রির পুজো করা হয়।

• চৈত্র নবরাত্রির অষ্টম দিন – ২৯শে মার্চ, এই দিন মা মহাগৌরীর বিশেষ পুজো করা হয়।

চৈত্র নবরাত্রির নবম দিন – ৩০ শে মার্চ, এই দিন মা সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version