World’s Largest Plant: বিশ্বের সর্ববৃহৎ উদ্ভিদের বয়স সাড়ে চার হাজার বছর! কোথায় রয়েছে জানেন ?

।। প্রথম কলকাতা।।

World’s Largest Plant: জীবজগতের অন্যতম একটি বড় গোষ্ঠী হল উদ্ভিদ। এরা মানুষের মতো নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে সালোকসংশ্লেষণের মাধ্যমে। তবে এই পৃথিবীতে এমন অনেক উদ্ভিদ রয়েছে যেগুলি লোক চক্ষুর আড়ালে থেকে গিয়েছে। যাদের বৈশিষ্ট্য এবং গুণাগুণ এখনও পর্যন্ত জনসাধারণের কাছে তেমন ভাবে প্রকাশ পায়নি। এইরকমই একটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। যা প্রায় কুড়ি হাজারটি ফুটবল মাঠের সমান। বিষয়টি শুনতেই আশ্চর্য লাগবে , এমনটাই স্বাভাবিক।

আরও অবাক হওয়ার মতো ব্যাপার হল এই গাছটি আপনি স্থলভাগে কোথাও পাবেন না। কারণ এর অস্তিত্ব রয়েছে জলের নিচে। এই গাছটি প্রায় সাড়ে চার হাজার বছর ধরে বেড়ে উঠছে সামুদ্রিক পরিবেশে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই উদ্ভিদটি হল একটি সামুদ্রিক উদ্ভিদ। যার নাম সি গ্রাস (Sea Grass) বা সামুদ্রিক ঘাস। অস্ট্রেলিয়ার সার্ক বে তে এই গাছটির সন্ধান পাওয়া গিয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীরা এই গাছটিকে নিয়ে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দাবি করেছেন, এটি পৃথিবীর সর্ববৃহৎ গাছ (World’s Largest Plant)।

গবেষণার জন্য এই গাছটি থেকে অঙ্কুর সংগ্রহ করা হয়। তারপর সেই অঙ্কুরের মাধ্যমে প্রায় ১৮ হাজার জিন পরীক্ষা করা হয়েছিল। উদ্ভিদবিজ্ঞানীরা দেখার চেষ্টা করেছিলেন যে এই গাছের মধ্যে আরও কতগুলি গাছ মিশে রয়েছে। কিন্তু সেই পরীক্ষার ফলাফল যা বেরিয়ে আসে তাতে রীতিমত অবাক হন বিজ্ঞানীরাও। কারন সেই রিপোর্ট বলছে, একাধিক গাছের সংমিশ্রণ নয় বরং একটি মাত্র বীজ থেকে এই গাছটি বেড়ে উঠছে এত হাজার বছর ধরে। সেখানে মাত্র একটি গাছ রয়েছে। এমনও নয় যে একটি গাছ থেকে অন্যান্য চারা বেরিয়ে গোটা জায়গা জুড়ে রয়েছে।

জানা যায়, সার্ক বের প্রায় ১৮০ কিলোমিটার জায়গা জুড়ে এই গাছ সমুদ্রের নিচে ছড়িয়ে রয়েছে। বছরে এরা প্রায় ৩৫ সেন্টিমিটার করে বৃদ্ধি পায়, এমনটাই বলছেন বিশেষজ্ঞ উদ্ভিদবিদেরা। এটি সি গ্রাস বা রিবন উইড (Ribbon Weed) নামেও বেশ পরিচিত। এখনও পর্যন্ত যত বড় বড় গাছের হদিশ উদ্ভিদ বিজ্ঞানীরা পেয়েছেন তার মধ্যে সর্ববৃহৎ হল এই সি গ্রাস বা রিবন উইড।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version