।। প্রথম কলকাতা ।।
Bangladesh: প্রমত্ত পদ্মার বুকের উপর দিয়ে চলল বাংলাদেশের একরাশ স্বপ্নের গাড়ি। ২০২৩ এর ৪ এপ্রিল পদ্মা সেতুর নিচের তলা দিয়ে ছুটল ট্রেন। খরস্রোতা পদ্মা নদীতে নির্মিত সেতুতে মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয়েছে। ট্রেনে প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পার হন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশের (Bangladesh) কাছে অত্যন্ত গর্বের পদ্মা সেতু (Padma Bridge)।
গত বছর ২৫শে জুন দ্বিতল পদ্মা সেতুর আপার ডেকে অর্থাৎ উপর তলা দিয়ে যান চলাচল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। উপরন্তু যদি পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করে তাহলে কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমে দাঁড়াবে মাত্র তিন ঘন্টা। পদ্মা সেতুর উপর দিয়ে চলবে মোটরযান, আর নিচ দিয়ে চলবে রেল। বাংলাদেশে এই প্রথম পদ্মার রেল সেতুতে সর্ববৃহৎ রেল মুভমেন্ট স্থাপন করা হয়েছে। এই জয়েন্টে দিয়ে যখন দ্রুতগতিতে রেল চলাচল করবে তখন রেললাইন প্রায় ৮০০ মিলিমিটার পর্যন্ত সম্পসারিত হতে পারে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতুতে রেল যোগাযোগের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সেতুর নিচের তলায় পাথরবিহীন রেললাইন। যা সফল ভাবে সম্পন্ন করল বাংলাদেশ। ২৯শে মার্চ বুধবার বিকালে বাকি অবশিষ্ট ৭ মিটার পথ ঢালাই দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে পদ্মা সেতুর ৬.১৬ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ নির্মাণ কাজ। গত বছরের ২০ নভেম্বর রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল চার মাসের মধ্যে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন করা। ঢালাই শেষের পর দুই থেকে তিন দিন সময় লাগে সিমেন্ট জমা বাঁধতে। তারপর ভালো ভাবে পরীক্ষা করে সেতুর উপর দিয়ে চলল রেল। বাংলাদেশের রেলমন্ত্রী ৪ এপ্রিল ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪১ কিলোমিটারের রেল পথ পরীক্ষা করেন। এই রেলপথের ডিজাইন স্পিড ১২০ কিলোমিটার হলেও পরীক্ষামূলক টেস্ট চালানো হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বাংলাদেশের পদ্মা সেতুর উপর রেল সংযোগ প্রকল্পের ঠিকাদার নিয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি, খরচ প্রায় ৪০ হাজার কোটি টাকা। কাজের সুবিধার্থে প্রকল্পটিকে তিন ভাগে ভাগ করে নেওয়া হয়েছে যথা ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু, তারপর ফরিদপুরের ভাঙ্গা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত। ৪ এপ্রিল পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত যে ৪২ কিলোমিটার রেলপথ রয়েছে সেখানেই পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম