Afghanistan: আফগানিস্তানের হেরাতের রেস্তোরাঁ এবং সবুজ বাগানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করল তালিবান প্রশাসন

।। প্রথম কলকাতা ।।

Afghanistan: আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বাগান বা সবুজ জায়গা সহ রেস্তোরাঁয় পরিবার এবং মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালিবান প্রশাসন (Taliban administration)। ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি তাদের শাসনের অধীনে মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। কখনও মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা। তো আবার কখনও কর্মক্ষেত্র থেকে মহিলাদের দূরে রাখার ফরমান।

একজন কর্মকর্তার মতে, মহিলারা সঠিকভাবে হিজাব (ইসলামিক হেড স্কার্ফ) না পরার কারণে এবং খোলামেলা জায়গায় নারী-পুরুষের মেলামেশার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে৷ আউটডোর ডাইনিং নিষেধাজ্ঞা শুধুমাত্র হেরাতের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, যেখানে পুরুষদের জন্য এই ধরনের প্রাঙ্গণ খোলা থাকে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সমস্ত রেস্তোরাঁ পরিবার এবং মহিলাদের জন্য নিষিদ্ধ নয়। হেরাতের ভাইস অ্যান্ড ভার্চুস ডিরেক্টরেটের একজন উপ-কর্মকর্তা বাজ মহম্মদ নাজির বলেছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন অস্বীকার করেছেন এবং তাদের “প্রচার” বলে অভিহিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, “এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সবুজ অঞ্চলের রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ, যেমন পার্ক, যেখানে নারী-পুরুষ মিলিত হতে পারে। পণ্ডিত এবং সাধারণ মানুষের বারবার অভিযোগের পরে আমরা সীমা নির্ধারণ করে এই রেস্তোরাঁগুলি বন্ধ করা হয়েছে।”

হেরাতের ভাইস অ্যান্ড ভার্চু ডিরেক্টরেটের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, “এটি একটি পার্কের মতো কিন্তু তারা এটিকে রেস্তোরাঁ নাম দেওয়া হয়। যেখানে পুরুষ ও মহিলারা একসঙ্গে মেলামেশা করেন। ঈশ্বরকে ধন্যবাদ এটি এখন সংশোধন করা হয়েছে। এছাড়াও, আমাদের অডিটররা পুরুষ এবং মহিলারা যে সমস্ত পার্কে যায় সেগুলি পর্যবেক্ষণ করে।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version