Air India: মাঝ আকাশে বিমানের ইঞ্জিন চুঁইয়ে ঝরছে তেল, একটুর জন্য বাঁচল ৩০০ যাত্রীর প্রাণ!

। প্রথম কলকাতা ।।

Air India: একটুর জন্য বাঁচল ৩০০ জন যাত্রীর প্রাণ। দ্রুত জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হল ইয়ার ইন্ডিয়ার বিমানকে (Air India Flight)। সাম্প্রতিক সময়ে জরুরি অবতরণের সঙ্গে যাত্রীরা একটু বেশি পরিচিত। মাঝেমধ্যেই বিভিন্ন বিমানে দেখা গিয়েছে যান্ত্রিক গোলযোগ। যার কারণে চরম বিপদের আগেই জরুরি অবতরণ করাতে হয়। আবার সেই ঘটনা দেখা গেল ইয়ার ইন্ডিয়া বিমানে। মাঝ আকাশেই দেখা দিয়েছিল যান্ত্রিক ত্রুটি। ইঞ্জিন ফুটো হয়ে সেখান থেকে চুঁইয়ে পড়ছিল তেল। পরিস্থিতি সামলাতে দ্রুত এয়ার ইন্ডিয়ার বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।।

এয়ার ইন্ডিয়ার ৭৭৭-৩০০ ER বিমানটি ৩০০ জন যাত্রী নিয়ে বুধবার নেওয়ার্ক (Newark) থেকে দিল্লি (Delhi) আসছিল। তখনই মাঝপথে ঘটে বিপত্তি। মাঝ আকাশে বিমানের ইঞ্জিন চুঁইয়ে তেল পড়তে থাকে। দেখা মাত্রই পাইলট বড়সড় বিপদ আঁচ করতে পেরে বিমানটি জরুরি অবতরণ করান স্টকহোমের বিমানবন্দরে। সেখানে আগে থাকতে প্রস্তুতি নিয়েছিল একাধিক দমকলের ইঞ্জিন। সংস্থার তরফ থেকে জানানো হয়, যখনই তেল চুঁইয়ে পড়ার খবর পাওয়া যায় তখনই ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরীক্ষা করে দেখা যায়, দুই নম্বর ইঞ্জিনে এই ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত বিমানটির ইঞ্জিল খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানে থাকা সকল যাত্রী নিরাপদে রয়েছেন। তাদের দিল্লি পাঠানোর জন্য আরেকটি বিমানের ব্যবস্থা করা হয়। বিমানের জ্বালানি ট্যাঙ্কের লিক হওয়ার ঘটনা আচমকা হয়েছে। বিমানটি উড্ডয়নের আগে ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হয়েছিল। কি কারনে এত বড় যান্ত্রিক ত্রুটি ঘটল সেই বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তদন্ত করছে।

এটিই প্রথম নয়। এর আগেও নিউইয়র্ক থেকে দিল্লিগামী একটি বিমানকে অন্য দেশে জরুরি অবতরণ করতে হয়েছিল। দু’দিন আগে নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিকে মেডিকেল ইমার্জেন্সির কারণে লন্ডনে জরুরি অবতরণ করতে হয়। ওই সময় বিমানটি নরওয়ের আকাশসীমার উপরে ছিল। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটেও ৩৫০ জন যাত্রী ছিলেন। এটি ছিল নিউইয়র্ক থেকে দিল্লির একটি বিরতিহীন ফ্লাইট। গত রবিবারই, দুবাই থেকে তিরুবনন্তপুরম আসার একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (IX540) চাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল। তবে বিমানটিতে থাকা ১৫৬ যাত্রীর সবাই নিরাপদে ছিলেন। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিলেন। এরপর ভোর ৫.৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করে। এর আগে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো থেকে গোয়ায় ২৪০ জন যাত্রী নিয়ে একটি চার্টার্ড ফ্লাইটও বোমা হামলার হুমকি পেয়ে উজবেকিস্তানে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। গত বছর কেরলের কান্নুর থেকে দোহা যাওয়ার একটি ইন্ডিগো ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বাই বিমানবন্দরে আনা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version