Whatsapp View Once Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘ভিউ ওয়ান্স’ এর নতুন ফিচার, সুবিধা মিলবে ভয়েস ম্যাসেজে

।। প্রথম কলকাতা ।।

Whatsapp View Once Feature: আইওএস এবং অ্যানড্রয়েড ইউজারদের জন্য নতুন ফিচারের ‘রোল আউট’ শুরু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষর। এই ‘ভিউ ওয়ান্স’ মিডিয়া ফাইলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। মূলত এগুলি ‘ওয়ান টাইম’ বা ‘ওয়ান্স ভিউড’ হিসেবে মার্ক করা থাকে। যদি ‘ভিউ ওয়ান্স’ ফিচার সমেত পাঠানো ছবি বা ভিডিয়ো ১৪ দিনের মধ্যে রিসিভার না দেখেন, তাহলে ওই মিডিয়া ফাইল আপনাআপনি ‘এক্সপায়ার’ করে যাবে। দুবছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল এই মেসেজিং অ্যাপ।এবার এই ফিচারটি যুক্ত হল ভয়েস মেসেজেও।

‘ভিউ ওয়ান্স’ ফিচারের মজায় আলাদা। কেউ কাউকে যদি ‘ভিউ ওয়ান্স’ করে কোনো ছবি ভিডিও বা ফাইল পাঠান তাহলে এইসব মিডিয়া ফাইল ফোনের গ্যালারিতেও সেভ হয় না। ইউজার এ জাতীয় ফাইল সেভ, শেয়ার, স্টার মার্ক, ফরোয়ার্ড কোনওটাই করতে পারেন না। অর্থাৎ ‘ভিউ ওয়ান্স’ ফিচার সমেত যে ছবি বা ভিডিয়ো হোয়াটসঅ্যাপে আসবে, তা একবার দেখার পর সম্পূর্ণ ভাবে ডিলিট হয়ে যাবে। ছবি বা ভিডিওর মত কোনও গোপন খবর কাউকে ভয়েস মেসেজে পাঠাতে চান। যা পরবর্তীতে ফরোয়ার্ড হয়ে গেলে সমস্যা হতে পারে। সেই কারণেই এই ফিচার চালু করা হয়েছে।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচারটি?

প্রথমত, চ্যাট বক্সে ক্লিক করুন। দ্বিতীয়ত, এবার মাইক্রোফোন অপশনে ট্যাপ করুন। তৃতীয়ত, সোয়াইপ আপ করে রেকর্ডিং লক করে নিন। চুতুর্থত, যাকে ম্যাসেজ পাঠাতে চান সেই চাটবক্সে গিয়ে ট্যাপ করে হোল্ড করে যা পাঠাতে চান, তা রেকর্ড করুন পঞ্চমত, এবার ভিউ ওয়ান্স ট্যাপ করুন এরপর সিগন্যাল সবুজ হলেই বুঝে যাবে ফিচারটি অন হয়ে গিয়েছে। এবার নিশ্চিন্তে ভয়েস মেসেজটি সেন্ড অপশনে ট্যাপ করে পাঠিয়ে দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version