Gangasagar Mela 2023: গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমকে ঘিরে সাজো সাজো রব, নেপথ্যে পৌরাণিক কাহিনী

।। প্রথম কলকাতা ।।

Gangasagar Mela 2023: ২০২৩ এর গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) ঘিরে রীতিমত সাজো সাজা রব। গত দু’বছর করোনার( Corona) জন্য উৎসবের আনন্দে একটু ছেদ পড়েছিল। নতুন বছরে গঙ্গাসাগর মেলা হবে ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত। প্রতিবছর নিয়ম করে মকর সংক্রান্তি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়। এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা প্রচলিত ধ্যান ধারণা এবং পৌরাণিক কাহিনী। এখানেই রয়েছে কপিল মুনির আশ্রম। পুণ্যার্থীরা শুধু গঙ্গা স্নানই করেন না, উপরন্তু কপিল মুনির আশ্রম দর্শন করেন এবং সেখানে পুজো দেন। গঙ্গাসাগরে মেলাতে পশ্চিমবঙ্গবাসীর পাশাপশি ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন। সরকারি তরফ থেকে ব্যবস্থা করা হয় আলাদা বাস, স্পেশাল ট্রেনের। দক্ষিণ ২৪ পরগনার( South 24 pgs) লোকাল ট্রেন( local train) গুলিতে রীতিমত সূঁচ গলানোর অবস্থা থাকে না। গঙ্গাসাগর(Gangasagar) একদিকে যেমন তীর্থভূমি, অপরদিকে গঙ্গা আর বঙ্গোপসাগরের মিলন স্থল। এখানে কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে এই তীর্থভূমি গড়ে উঠেছে।

কুম্ভ মেলার পরেই সগর্বে স্থান করে নেবে গঙ্গাসাগর মেলা। কপিল মুনিকে নিয়ে পুরাণে রয়েছে নানান কাহিনী। পাল বংশের রাজা দেবপালের লিপিতে গঙ্গাসাগরের এক অনুষ্ঠানের কথা পাওয়া যায়। কপিল মুনিকে সংখ্যাদর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি ছিলেন ব্রহ্মার পৌত্র মনুর বংশধর।

• পৌরাণিক কাহিনী

রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র। তিনি ঘোড়াটিকে রেখে দেন পাতাললোকে। অপরদিকে সগর রাজার ষাট হাজার সন্তান যজ্ঞের ঘোড়া খুঁজতে খুঁজতে পৌঁছে যান কপিল মুনির আশ্রমে। রাজ পুত্ররা মনে করেছিলেন, কপিল মুনি ঘোড়া চুরি করেছেন। অপরদিকে কপিল মুনি রাজ পুত্রদের মনের কথা জানতে পেরে অত্যন্ত রেগে যান। তিনি অভিশাপে রাজ পুত্রদের ভস্মীভূত করেন। তারপরে আসে ভগীরথের কাহিনী। সগর রাজার বংশধর ভগীরথ অনেক সাধ্য সাধনার পর গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করিয়েছিলেন। সেই গঙ্গার পবিত্র জলে স্পর্শ পেয়ে প্রাণ ফিরে পেয়েছিলেন সগর বংশের সন্তানরা।

পৌরাণিক কাহিনী অনুযায়ী, গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ দূর হয় এবং মানুষ পুণ্য অর্জন করেন। এই গঙ্গাসাগর তীর্থের উল্লেখ রয়েছে মহাভারতের বন পর্বের তীর্থযাত্রা অংশে। প্রত্যেক বছর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের ঠিক মাঝামাঝি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এখানে গঙ্গাসাগর স্নান উপলক্ষে লক্ষ্য লক্ষ্য ভক্তের সমাগম ঘটে। যাকে বলা হয় গঙ্গাসাগর মেলা।

বর্তমানে এই কপিলমুনির আশ্রম সংকটে। কারণ সমুদ্রের রাক্ষসের মত হাঁ করা ঢেউ প্রতিনিয়ত পাড় ভাঙছে। প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধ করতে নানান রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ধীরে ধীরে সমুদ্র এগিয়ে আসছে কপিল মুনির আশ্রমের দিকে। গঙ্গাসাগরে দিবারাত্র এই পাড় ভাঙার সমস্যা সাম্প্রতিক নয়, দীর্ঘ দিনের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version