Cyber Cafe Business: সাইবার ক্যাফের ব্যবসায় সর্বোচ্চ আয় ৫০ হাজার! জানুন কীভাবে শুরু করবেন

।। প্রথম কলকাতা ।।

Cyber Cafe Business: যুগের পরিবর্তনে আজ সমস্ত কিছুই ডিজিটালাইজড হয়ে গিয়েছে। যেকোনো অফিশিয়াল কাজ থেকে শুরু করে টাকা লেনদেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পর্যন্ত হচ্ছে অনলাইনে। চাকরির জন্য আবেদন করবেন? তাও কোম্পানি বা সরকারি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্র জমা করতে হবে। সেক্ষেত্রে সবার কাছেই বর্তমানে একটা মোবাইল ফোন আর ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। কিন্তু সমস্ত কাজ ফোনের মাধ্যমে করা সম্ভব হয় না। বিশেষ করে এই ফর্ম ফিলাপ এবং সরকারি বিভিন্ন কাজ অনলাইনে করার জন্য একটি কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়।

আজকের দিনে দাঁড়িয়ে ফোন সবার হাতে থাকলেও ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট স্পিডের ব্যবস্থা কিন্তু নেই। তাই মানুষকে নির্ভরশীল হতে হয় সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফেগুলির উপরে। তাই এখন বাজারে এই সাইবার ক্যাফের ব্যবসা ভীষণ লাভজনক বলে প্রমাণিত হয়েছে। এই ব্যবসায় আপনি সম্ভাব্য এক মাসে প্রায় ৩০ থেকে ৫০ পর্যন্ত টাকা পর্যন্ত আয় করতে পারেন। ক্যাফেতে যদি থাকে জেরক্স এবং প্রিন্টের সুবিধা তাহলে সোনায় সোহাগা।

সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে :

* বিনিয়োগ- এই সাইবার ক্যাফের ব্যবসার শুরু করার জন্য আপনার হাতে অন্ততপক্ষে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং সর্বনিম্ন কুড়ি হাজার টাকা পুঁজি থাকা প্রয়োজন। ছোট ব্যবসা হিসেবে একটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে সুবিধামতো প্রয়োজনীয় জিনিস দিয়ে বাড়াতে পারেন নিজের ব্যবসা।

* জায়গা নির্বাচন : আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনার ব্যবসার টার্গেট গ্রাহক কারা। এই সাইবার ক্যাফে ব্যবসার অন্যতম প্রধান গ্রাহক হচ্ছে স্কুল কলেজের পড়ুয়ারা। এছাড়াও যারা চাকরির জন্য আবেদনযোগ্য তাঁরা। সে ক্ষেত্রে স্কুল কলেজের আশেপাশে একেবারে রাস্তার উপরে কোন জায়গা খুঁজে নিতে পারলে ব্যবসা দারুন জমবে। তেমন যদি নাও হয় জনবহুল কোন এলাকা বিশেষ করে বাজার এলাকায় সাইবার ক্যাফের ব্যবসা বেশ ভালো চলে। আপনার বাড়ি যদি জনবহুল এলাকা কিংবা একেবারে রাস্তার উপরে হয় , আর বাড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে জায়গা তাহলে সে ক্ষেত্রেও সেটি ক্যাফে খোলার জন্য আদর্শ।

* বিজ্ঞাপন: নিজের ব্যবসার কথা আপনাকে নিজেই জানাতে হবে। তাই জায়গা নির্বাচন করা হয়ে গেলে তৈরি করুন একটি বড় ব্যানার। সেখানে নিজের সাইবার ক্যাফের নাম দিয়ে কী কী সুবিধা আপনি জনসাধারণকে দিতে পারবেন তার লিস্ট যুক্ত করুন। ঠিকানা এবং ফোন নাম্বার সহ সেই ব্যানার বিভিন্ন জায়গায় লাগানোর ব্যবস্থা করুন। যাতে তা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

* সরঞ্জাম : যেকোনো ব্যবসা করার ইচ্ছে হলেই কিন্তু করা যায় না। তার জন্য আনুষাঙ্গিক বহু জিনিসের প্রয়োজন হয়। সাইবার ক্যাফের ব্যবসায় সর্বপ্রথম আপনাকে ল্যাপটপ কিংবা কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। খুবই ভালো হয় যদি প্রথম থেকেই দু তিনটে কম্পিউটার রাখতে পারেন ক্যাফেতে। প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ব্যবহার করতেই পারেন। তবে দেখে নিতে হবে তাতে যেন কোন ত্রুটি না থাকে। এছাড়াও আপনাকে নিতে হবে ওয়াইফাই কানেকশন। এই কাজে কিন্তু ইন্টারনেটের স্পিড ভীষণভাবে প্রয়োজন।

সর্বপ্রথম ছোটখাটো ভাবে শুরু করুন ব্যবসাটি। আর তারপর আয় বুঝে নিজের সুবিধা অনুযায়ী নতুন ভালো কম্পিউটার ইন্সটল করুন। কম্পিউটারের সংখ্যা বাড়ান, ক্যাফেতে রাখুন জেরক্স এবং প্রিন্টিং মেশিন।

* একটা বিষয় আপনাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে যে আপনার কাছ থেকে কোন গ্রাহক যেন ফিরে না যায়। টাকার বিনিময়ে আপনি তাদের ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিলআপ, জেরক্স, প্রিন্ট সবকিছুই করে দিতে পারবেন। তবে প্রথম দিকে চেষ্টা করবেন বাজারদর জেনে নিয়ে সেই দাম অথবা তার থেকে কিছুটা কম দামে গ্রাহকদের তুষ্ট করার। আর নিজের ব্যবসা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে কিন্তু ভুলবেন না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version