।। প্রথম কলকাতা ।।
Turkey-Syria Earthquake: তুরস্ক (Turkey) আর সিরিয়াতে (Syria) এখন মৃত্যুর তাণ্ডব লীলা চলছে, যা শুরু হয়েছে সোমবার ভোররাতে। যত সময় এগোচ্ছে ততই নিভে আসছে আশার আলো। ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) ধ্বংসস্তূপে এখনো চাপা পড়ে রয়েছে বহু মানুষ। মৃত্যুর সংখ্যা পেরিয়ে গিয়েছে প্রায় ২১ হাজারের বেশি। তুরস্কের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বহু দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও (India)। ইতিমধ্যেই ভারত থেকে তুরস্কে পৌঁছে গিয়েছে এনডিআরএফ (NDRF)এর বিশেষ দল। তুরস্কের মাটিতে ভারতীয় দল জীবিত উদ্ধার করেছে এক ছয় বছরের শিশু কন্যাকে।
তুরস্কের ভয়াভয় ভূমিকম্প কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। এখন উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। মানুষদের খুঁজে বার করার চেষ্টা চলছে নিরন্তর। এসবের মাঝে তুরস্ক থেকে এমন একটি খবর এসেছে যা শুনে ভারতীয় হিসেবে আপনি গর্ব অনুভব করবেন। এনডিআরএফ এর দল ধ্বংসস্তূপের মধ্যে থেকে ছয় বছর বয়সী বেরেন (Beren) নামক ছোট্টো মেয়েকে উদ্ধার করেছে।
Proud of our NDRF.
In the rescue operations in Türkiye, Team IND-11 saved the life of a six-year-old girl, Beren, in Gaziantep city.
Under the guidance of PM @narendramodi, we are committed to making @NDRFHQ the world’s leading disaster response force. #OperationDost pic.twitter.com/NfvGZB24uK
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) February 9, 2023
তুরস্কের গাজিয়ানটেপ শহরে এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইট করেছেন। পাশাপাশি শেয়ার করেছেন উদ্ধার কার্যের ভিডিও। তিনি টুইটে লিখেছেন, আমাদের এনডিআরএফ এর জন্য গর্বিত। আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তুরস্কের হাতায় শহরে ভারতীয় দল একটি আর্মি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। যেখানে ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ভারত তুরস্কের জনগণকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।
উত্তরোত্তর বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আহত হয়েছে প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অপরদিকে প্রবল ঠান্ডা আর তুষারপাত। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অসহায় মানুষ সোমবার ভোররাতে কয়েক মিনিট আগে যারা গোটা বাড়ির মালিক ছিলেন, আজ তাদের মাথার উপর ছাদ পর্যন্ত নেই। তুরস্কের সাধারণ নাগরিক অভিযোগ তুলছে, তুরস্কের সরকারের দিকে। তুরস্কে বহু জায়গায় এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছায়নি। আসলে এত বড় বিপর্যয়ের ক্ষেত্রে যে কোন পূর্ব প্রস্তুতি যথেষ্ট নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম