সৌদি যুবরাজের লুকোনো প্রাসাদ মাটির তলায় ? ভেতরে রহস্যময় জগৎ, কী আছে এতে

।। প্রথম কলকাতা ।।

বড় রহস্য সৌদি যুবরাজের বাড়িতে! এতো দামী বাড়িটা কি সত্যিই মাটির তলায় লুকোনো? পুরোটাই কী খাঁটি সোনায় মোড়ানো? ভয়ঙ্কর পাহারা এই বাড়ির দরজায়, বাড়ির ভেতরে জলের তলায় এক অন্য জগৎ। জানেন কী আছে এই বাড়িতে? গাছ ভর্তি সোনা, নাকি খতরনাক সব অস্ত্র? দাম শুনলে মাথা ঘুরে যাবে। এটাই সৌদি যুবরাজের লাইফস্টাইল, টাকা কথা বলে এই বাড়ির অন্দরমহলে। লাক্সারি জীবনযাপনের একেবারে চূড়ান্ত বিশ্বের সবচেয়ে দামী বাড়ির মালিক সৌদির মুকুটহীন বাদশা। যে বাড়ির পরতে পরতে রহস্যের মায়াজাল।

না মাটির নীচে নয়, ৭,০০০ বর্গমিটারের এই সম্পত্তিটা ফ্রান্সের প্যারিসে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। কি নেই এই বাড়িটিতে? সোনা-হীরে-জহরত? নাকি আরও বেশি কিছু সপ্তদশ শতকের অভিজাত এক ফরাসি আবাসনের মতো করে বহিরঙ্গ তৈরি। অন্দরসজ্জায় চূড়ান্ত আধুনিকতা। বিশাল বিশাল ১০ টা সুইট, সেখানে রাখা সাদা চাদরে মোড়া সোফা সেট। ঘরের দেওয়াল সাজিয়ে তুলেছেন এক ডজন শিল্পী। দুর্গের ভিতরে বসবাসের জায়গা নাকি প্রায় ৫৪ হাজার বর্গফুট। প্রাসাদের দরজাগুলি প্রতিটিই সোনায় মোড়া। এছাড়াও রয়েছে সোনার পাতায় মোড়ানো কৃত্রিম ফোয়ারা থেকে শুরু করে স্কোয়াশ কোর্ট, মার্বেলের মূর্তি, গোলকধাঁধা, অ্যাকোয়ারিয়াম, নাইটক্লাব, সিনেমা হল সহ বিনোদনের সবরকম বন্দোবস্ত। বাড়ির মধ্যেই রয়েছে সুইমিং পুল। তাছাড়া বাড়ির ভেতর জলের তলায় আছে কাঁচের তৈরি ঘর। ভূগর্ভস্থ একটি অ্যাকোরিয়ামের ধাঁচে গড়া চামড়ার সোফায় মোড়া একটা কাচের চেম্বারও রয়েছে প্রাসাদে। তাতে দামি সুরা রাখার এলাহি বন্দোবস্তও করেছেন যুবরাজ।

এখানে ৩,০০০ সুরার বোতল রাখা যায়। আইফোনেই কন্ট্রোল করা যায় ঘরের একাধিক বৈদ্যুতিন সামগ্রী। এর জন্যে প্রয়োজন হয় না আলাদা কোনও রিমোট। বাড়ির সামনে আছে সবুজ ঘাসের বিরাট লন। বাড়িটির নিরাপত্তায় মোতায়েন রয়েছে যুবরাজের নিজস্ব কিলার বাহিনীর গোয়েন্দা সদস্য, অস্ত্রধারী নিরাপত্তা কর্মী এবং ফ্রান্সের সরকারি বেসরকারি নিরাপত্তা রক্ষী। বাড়িটার দাম শুনলে আপনি অবাক হবেন! ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। চাট্টিখানি কথা নয়। শোনা যায়, বিলাসবহুল ওই প্রাসাদটির জন্য নাকি ৩০ কোটি ডলার খরচ করেছিলেন মহম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ ৩০১ মিলিয়ন মার্কিন ডলারে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এই বাড়িটি কিনেছিলেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। শোনা যায় এই প্রাসাদের মতো বাড়িটিতে মাঝে মধ্যেই এই বাড়িতে গিয়ে ওঠেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমান।

এই বিলাসবহুল বাড়ির পেছনে রয়েছে লম্বা ইতিহাস। জানা যায়, ২০০৯ সালে ‘চতুর্দশ লুই’ নামের এই প্রাসাদ নির্মিত হয়। ফ্রান্সের রাজপরিবারের সদস্যদের এক কালের বাসভবন ভার্সেই প্যালেসের অনুকরণেই নাকি চতুর্দশ লুই শ্যাতো দুর্গটি গড়ে তোলা হয়। পরে সেটি কিনে নেন সৌদির যুবরাজ। ২০১৫ সালে এটিকে সবচেয়ে দামি বাড়ির তকমা দিয়েছিল ফোর্বস। শুধু এই বাড়ি নয়, সৌদির যুবরাজ মোঃ বিন সালমানের অতিরিক্ত খরচ নিয়ে আন্তর্জাতিক মহলে নানান খবর ঘুরে বেড়ায়। কখনও ৫০ কোটি ডলারের বিলাসবহুল প্রমোদতরী, কখনও দামী বাড়ি। লাক্সারি জীবন যাপন কাকে বলে তার উজ্জ্বল দৃষ্টান্ত সৌদির যুবরাজ মোঃ বিন সালমান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version