Mecca: ধূসর মরু পাহাড় ভোল বদলে পরেছে সবুজ জামা, মক্কার পরিবর্তনে থ গোটা বিশ্ব!

।। প্রথম কলকাতা ।।

Mecca: কয়েকদিন আগে পর্যন্ত সৌদি আরবে (Saudi Arabia) ছিল প্রচুর ধূসর পাহাড়। এখন সেখানে গেলে চিনতে পারবেন না। চেনা চিত্র এক্কেবারে বদলে গেছে। এই আমুল পরিবর্তনের নেপথ্যে রয়েছে প্রকৃতির দান। সৌদি আরবে (Saudi Arabia) ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ এর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ধারায় দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড় এখন সেজে উঠেছে সবুজ রঙে। মরুর পাহাড়ে ভরে গিয়েছে সবুজ গাছ আর লতাপাতা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও এই দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে, যা দেখে অবাক গোটা বিশ্ব।

সৌদি আরবের পূর্বাঞ্চলে রয়েছে পবিত্র নগরী মক্কা (Mecca) আর মদিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মক্কার (Mecca) নানান ছবি ছড়িয়ে পড়েছে। তার একটাই কারণ, এই বৃষ্টিপাত। মক্কার পবিত্র কাবা শরীফের আশেপাশে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক চিত্রের আমূল পরিবর্তন ঘটে। এই বৃষ্টির কারণে মরুভূমির পাহাড়ে গজিয়ে উঠেছে প্রচুর সবুজ গাছপালা। যদিও এমনটা প্রথম নয়, ২০২১ সালের শেষ দিকেও এখানে বৃষ্টিপাত হয়েছিল। তবে ২০২২ এ এর শেষটা হয়েছে একটু অন্যরকম ভাবে। অন্য বছরে তুলনায় এখানে বৃষ্টিপাতের তুলনা একটু বেশি ছিল। মক্কার এই সুন্দর এবং মনোরম দৃশ্য দেখে লোভ সামলাতে পারেননি অনেকেই। সেই ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা এখন টুইটার আর ফেসবুকে রীতিমত ভাইরাল ।

সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবের মক্কা মদিনার মরু এলাকায় যে ছবিগুলি ভাইরাল হয়েছে, তা দেখলে তাজ্জব হয়ে যাবেন। বালুকাময় বিস্তীর্ণ পাহাড় ঘেরা এই দুই শহরে কয়েকমাস আগে সবুজের ছিটেফোঁটাও ছিল না। তপ্ত রুক্ষ পরিবেশের মাঝে কখনো কখনো দেখা মেলে অক্সিজেনদায়ী খেঁজুর গাছের। এছাড়া গাছপালা তেমন একটা নেই। তবে এখন যে রূপ তা গোটা বিশ্বের নজর কেড়েছে। মক্কা-মদিনা এখন সবুজ শ্যামলী ঘেরা অপরূপ জায়গা। আবহাওয়াবিদরা মনে করছেন, মক্কায় এমন দৃশ্য সত্যি বিরল। কারণ জলশূন্য জায়গায় এমন সবুজের দেখা সচরাচর পাওয়া যায় না। যেখানে প্রাণীর অস্তিত্ব ছিল না, চারিদিকে ছিল শুধু ধূসর মরুভূমি, এখন সেখানে শুধু সবুজের মেলা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version