তিন ফর্ম্যাটে শতরান হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার, কে জানেন?

।। প্রথম কলকাতা ।।

টেস্ট, ওডিআই, টি-২০ এই তিন ফর্ম্যাটে শতরান হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার কে জানেন? ২০২২ সাল অবধি ভারতের হয়ে তিন ফর্ম্যাটে শতরান করা ক্রিকেটার ছিলেন ৩ জন। চলতি বছরে এই তালিকাটা দীর্ঘ হয়েছে। যিনি তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করেছিলেন তিনি হলেন ভারতের প্রথম ক্রিকেটার সুরেশ রায়না। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকানোর পর তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সুরেশ রায়না ছাড়া এই কীর্তি গড়া বাকি ৪ ভারতীয় ক্রিকেটার হলেন – রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। একইসঙ্গে তিনটি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়া, ফর্ম ধরে রাখা অতটাও সহজ নয়। তবে সেই কাজ করে দেখিয়েছেন সুরেশ রায়না

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version