Japan PM Speech: বক্তৃতার মাঝেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী! দেখুন ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Japan PM Speech: অল্পের জন্য বেঁচে গেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan PM Fumio Kishida)। ওয়াকায়ামা (Wakayama) সিটিতে বক্তৃতা (Speech) চলাকালীন তাঁকে লক্ষ্য করে পাইপ বোম ছোঁড়া হয়। পুলিশ (Police) অভিযুক্তকে গ্রেফতার করেছে। বোমাটি বিস্ফোরণের (Blast) আগেই প্রধানমন্ত্রীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

‘এবিপি নিউজ’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যে স্থানে ভাষণ দিতে গিয়েছিলেন সেখান থেকে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন পালাতে থাকে। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল, যারা একজনকে আটক করেছে। ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। জাপানের প্রধানমন্ত্রী যখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থীর সঙ্গে বক্তৃতা দিতে যাচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে।

https://twitter.com/yukiko_070/status/1647068891536048128?s=20

অন্য একটি ভিডিওতে দেখা যায়, বক্তৃতার সময় লোকজন ছবি ও ভিডিও তুলছিলেন। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর লোকজন চিৎকার করতে থাকে। এদিক ওদিক ছুটে পালিয়ে যায়। ২০২২ এর ৮ই জুলাই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপরও একই ধরনের হামলা চালানো হয়েছিল, যাতে তিনি মারা যান। সেই দিন তিনি সহকর্মীর প্রচারণায় ভাষণ দিচ্ছিলেন। যাইহোক, ঘটনার পরপরই, ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে বন্দুক বহন করার জন্য গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি অনুযায়ী, অভিযুক্ত হামলার কথা স্বীকার করেছেন। আক্রমণকারীর যুক্তি অনুযায়ী, তার মা শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীকে অনুদান দেওয়ার পরে দেউলিয়া হয়ে গেছে। এতে বিরক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।

https://twitter.com/yukiko_070/status/1647069663766126592?s=20

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version