।। প্রথম কলকাতা ।।
Fuel oil crisis: তেলের আকাল পড়ে গেল বিশ্বজুড়ে? বাংলাদেশ এর আশঙ্কাটাই সত্যি হয়ে গেল? কতটা এফেক্ট ভারতে? মাটির নীচের গুপ্তধনেও হামাস ইসরায়েল যুদ্ধের আঁচ। ২৪ এই শেষ জ্বালানি তেলের মজুদ? সব দেশের ভাঁড়ারে টান? ভেতরের খবরটা কি আপনি জানেন? এই গুপ্তধনের কাছে সোনার দামও ফেইল। খাবারেও কি টান পড়তে যাচ্ছে? পৃথিবীর বুকে নেমে আসছে কোন বিপর্যয়? শুধু ভারত বাংলাদেশ নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে পুড়ছে গোটা বিশ্ব? জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর তেল সরবরাহ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। আর গোঁদের উপর বিষফোঁড়া। ওপেক ও সহযোগী দেশগুলো তেল সাপ্লাই কমানোর ঘোষণা। যা তেলের বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশ্লেষকেরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বেড়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েল-হামাস যুদ্ধ নতুন করে শুরু হওয়ায় তেলের বাজার এফেক্টেড হচ্ছে কিন্তু এই এফেক্ট দীর্ঘস্থায়ী কিনা সেটা সবথেকে বড় প্রশ্ন। এই টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন বাড়লেও, ৩০শে নভেম্বর ওপেক এবং সহযোগী দেশগুলো তেল উৎপাদন কমানোর ঘোষণা তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে। কিন্তু কোন দেশ কতটা রাস টেনে ধরবে তেল উৎপাদনের ক্ষেত্রে সেটা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, তেল উৎপাদন কমানোর বিষয়ে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঘোষণা না হওয়া পর্যন্ত তেলের দাম বাজারে ওঠানামা করবে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে আরও দু মাস অপেক্ষা করতে হবে, ফলে এই সময়ে একধরনের অনিশ্চয়তা থাকবে। মনে করা হচ্ছে, হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি জটিল হতে পারে।
বিশ্লেষকদের একাংশের মতে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেরকম হলে মধ্যপ্রাচ্যের এই সংকট কিন্তু আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে যেতে পারে। তাই এখনই এই সংঘাত বন্ধ না করা গেলে সারাবিশ্বে এর প্রভাব পড়বে। সেই আঁচ থেকে ভারত বাংলাদেশ বাদ যাবেনা। বিশ্বের কোনো প্রান্তে খারাপ কিছু ঘটলে তার প্রথম ধাক্কাটা লাগে তেলের বাজারে। অলরেডি জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে বেড়ে গেছে।তেলের দাম বাড়ার প্রভাব কিন্তু কৃষিপণ্যের ওপরও পড়ে।তখন অন্যান্য সংকটগুলো সামনে আসে। বিশেষ করে বৈশ্বিক বাণিজ্যিক সংকট দেখা দিতে পারে। তেল-ডলার সহ বিভিন্ন ধরনের পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। অতএব এটা একেবারে পরিষ্কার যে হামাস ইসরাইল যুদ্ধ দীর্ঘায়িত হলে সেটা গোটা বিশ্বের জন্য খুব একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে না। এর প্রভাব সবাইকে ভোগ করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম