Bangladesh: আলোচনা সভা যেন চাঁদের হাট, অনুষ্ঠানে অমর সাহার বইয়ের মোড়ক উন্মোচন

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: “গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন”, মূল্যবান বার্তার মাধ্যমে গণ্যমান্য সৃষ্টিশীল মানুষদের উপস্থিতিতে আলোচনা সভা হয়ে ওঠল চাঁদের হাট। বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ছয়টি গ্রন্থের প্রকাশনা উৎসব, সঙ্গীত আর আলোচনা সভায় আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়। ১২ই মে শুক্রবার জহুর হোসেন চৌধুরী হলে অমর প্রকাশনী আয়োজিত অনুষ্ঠানে চারজন লেখকের ছয়টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বইগুলির তালিকায় রয়েছে, অমর সাহার ‘প্রথম আলোয় কলকাতার দুই যুগ’, মোহাম্মদ আব্দুল মজিদের ‘দেশ সমাজ ও সাহিত্য’ ও ‘সম্মোহিত সমকাল’, সালেহা ইভার ‘বিন্দু বিন্দু জলকণা’ ও ‘যদি কখনো হারিয়ে যাই’ এবং সাহেদ মন্তাজের ‘আরাধ্য কান্তা’।

অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সাহিত্যিক এবং নির্ভীক সাংবাদিক অমর সাহা। তাঁর বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অমর সাহা প্রথম আলোর কলকাতা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৫ বছর কাজ করেছেন। তাঁরই লেখা অসংখ্য খবর সংকলিত হয়েছে ‘প্রথম আলোয় কলকাতার দুই যুগ’ এ। প্রকাশনা উৎসবে উপস্থিত প্রত্যেকেই অমর সাহার নির্ভীক সাংবাদিকতা নিয়ে টুকরো টুকরো স্মৃতিচারণ করেন। সাংবাদিকতার পাশাপাশি অমর সাহার সাহিত্যকৃতির নিদর্শনও বেশ উজ্জ্বল। সেই কথা তুলে ধরেন অমর সাহার পিরোজপুরের বন্ধুরা। তাঁর লেখা নাটক বহুবার মঞ্চায়ন হয়েছে। একদিকে সাহিত্যিক, অপরদিকে একজন নির্ভীক সাংবাদিকতা, এই দুইয়ের মিলেমিশে জীবনের নানান গল্প বক্তব্যে তুলে ধরেছেন অমর সাহা। বক্তব্যের সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনা সভায় বক্তব্য রাখার সময় বাংলা একাডেমির মহাপরিচালক ও কথা সাহিত্যিক সেলিনা হোসেনের মুখে উঠে আসে গুরুত্বপূর্ণ বার্তা। বাংলা সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যদি সত্যিই বাংলা সাহিত্য গুলোকে অনুবাদের চেষ্টা করা হত তাহলে ৪৭ পরবর্তী লেখা সাহিত্যগুলি একটি বড় অর্জন হত। গোটা বিশ্ববাসীর দেখা উচিত বাংলা সাহিত্য শক্তি কতটা। বাংলা সাহিত্যের মর্যাদা কিংবা সাহিত্যিকদের অর্জন বিদেশি পাঠকদের কাছে অজানা থেকে গিয়েছে। গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলাদা মর্যাদা থাকলেও বাংলা সাহিত্য সঠিকভাবে অনুবাদ না হওয়ায় বিদেশি পাঠকরা তা পড়তে পারেন না।

বই প্রকাশের এই আয়োজন অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব খ মা হারুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলকাতার বাংলা দেশ উপদূতাবাসের সাবেক বাণিজ্য সচিব শেখ কামরুল হাসান ও ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্য উৎপল রায়। সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও চিত্রকর শঙ্কর শাওজাল, কবি ও কথাসাহিত্যিক সালেহা ইভা, ইন্দো-বাংলা প্রেসক্লাবের সাংবাদিক ও উপদেষ্টা পরিতোষ পাল, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা, সাবেক সচিব ও এনবিআর’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ প্রমুখ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version