Oparetion Dost: মৃত্যুর সংখ্যা পেরোল ১৫ হাজার, তুরস্কের আহতদের পাশে ভারতের অপারেশন দোস্ত

।। প্রথম কলকাতা ।।

Oparetion Dost: হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যুপুরী তুরস্ক (Turkey) আর সিরিয়াকে (Syria) দেখে শিহরিত গোটা বিশ্ব। বিশ্বের বেশিরভাগ দেশ তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের তরফ থেকে চালু করা হয়েছে অপারেশন দোস্ত (Oparetion Dost)। সোমবার ভোর রাতে যখন গোটা দেশের মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে তুরস্ক আর সিরিয়া। ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে এখনো মৃত্যুলীলা অব্যাহত। উদ্ধারকার্য করে যেন শেষ করা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছে একাধিক মৃতদেহ। ‘OneIndia’ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা পার করেছে প্রায় ১৫ হাজার।

ভারত সরকার তুরস্ক এবং সিরিয়াকে চিকিৎসা সহায়তার পাশাপাশি এনডিআরএফ (NDRF)এর একটি দলকে ত্রাণ ও উদ্ধার কাজে পাঠিয়েছে। অপারেশন দোস্ত ফ্রম ইন্ডিয়ার অধীনে মানবতার ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। তুরস্কের নুরদাগি এলাকায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষকে সাহায্য করতে অবিরাম কাজ করে যাচ্ছে ভারতীয় দল। মানুষকে সাহায্য করার জন্য ভারতীয় সেনাবাহিনী তুরস্কের নামে একটি আর্মি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। আহত ব্যক্তিদের এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ভারত পরিচালিত অপারেশন দোস্ত সম্পর্কে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সানেল জানান, এটি বোঝায় যে ভারত আর তুরস্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ঠিক কতটা গভীর। বন্ধুরা সব সময় যেমন একে অপরকে সাহায্য করে, তেমনি ভারত আর তুরস্ক একই সাথে থাকে। ২০২১ সালেও তুরস্ক কোভিডের সময় চিকিৎসা সহায়তার জন্য দুটি বিমান উড়িয়েছিল। এখন দুই বছর পর তুরস্কে যখন এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছে তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। প্রকৃত বন্ধুরা একে অপরকে প্রয়োজনে ঠিক এভাবেই এগিয়ে আসে।

তুরস্কের হাতায় (Hatay) শহরে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অসহায় মানুষদের বাঁচার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। ভারতের এই বিশেষ অপারেশনের মধ্যে রয়েছে ত্রাণ ও উদ্ধার অভিযান আর জরুরি ওষুধ। বর্তমানে চারটি ভারতীয় দল তুরস্কে কাজ করছে। যার মধ্যে দুটি দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত, আর দুটি দল মেডিক্যাল টিম রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version