Car business: দিনক্ষণ চূড়ান্ত, কবে কোন মডেল লঞ্চ করছে মারুতি সুজুকি?

।।প্রথম কলকাতা।।

Carbusiness:দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি চোখ ধাঁধানো বেশ কিছু অত্যাধুনিক মডেল লঞ্চ করতে চলেছে। কবে কোন মডেল বাজারে আসবে তার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলছে উৎপাদনের কাজ। সুজুকির গত বছরে তুলনায় এ বছর বিক্রি বেড়েছে অনেকটাই। এখন তারা জোর দিচ্ছে বেশ কয়েকটি অত্যাধুনিক মডেল লঞ্চ করার ব্যাপারে। তার মধ্য দিয়েই তাদের ব্যবসা প্রসারিত করতে চাইছে এই গাড়ি নির্মাণকারী সংস্থা। কোন কোন মডেল লঞ্চ করার ব্যাপারে জোর দিচ্ছে তারা?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, তাদের এখন লক্ষ্য মারুতি ব্যালেনো ক্রস, ৫-ডোর জিমনি এবং একটি নতুন সি-সেগমেন্ট এমপিভি-সহ নতুন মডেলগুলি লঞ্চ করা। এর মধ্য দিয়ে নিজেদের এসইউভি পোর্টফোলিও আরও প্রসারিত করতে চাইছে মারুতি। এর মধ্যে ৩টি ইউভি ২০২৩ সালের জানুয়ারি মাসের অটো এক্সপো-তে লঞ্চ করা হবে। ব্যালেনো ক্রস (কোডনেম ওয়াইটিবি) হার্টেক্ত প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বানানো হবে এবং ফিচার্স অনেকটা ব্যালেনো হাচ এবং ব্রেজ্জা এসইউভি-এর মতো হবে।

ক্যুপ এসইউভি একটি ১-লিটার বুস্টারজেট পেট্রোল ইঞ্জিন-সহ থাকবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ইঞ্জিন ১০০বিএইচপি এবং ১৫০ এনএম শক্তি তৈরি করে। ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স বিকল্পগুলির সঙ্গে একটি ১.২ লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিনও থাকতে পারে। বাজারে আসতে চলা ৫-ডোর মাহিন্দ্রা থার এবং ফোর্স গুর্খার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫-ডোর জিমনি একটি লাইফস্টাইল অফ-রোড এসইউভি হিসেবে আনা হবে। নতুন মারুতি সি-সেগমেন্ট এমপিভি হবে এবং টোয়োটা ইনোভা হাই ক্রসের ওপর ভিত্তি করে বানানো হবে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো আগামী দিনে কোন মডেল লঞ্চ করতে চলেছে সেই তথ্য হাতে নিয়ে  প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তৎপর সুজুকি।

চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে দুর্দান্ত সেল করেছে তারা। এই সংস্থার উন্নতি হয়েছে ২৮.৭৬ শতাংশ। সংস্থাটি গত মাসেই মোট ১ লক্ষ ৪০ হাজার ৩৩৭ ইউনিট বিক্রি করেছে। গত বছর এই সময়ে ১ লক্ষ ০৮ হাজার ৯৯১ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের বিক্রির পরিমাণ বেশি। রফতানি করা ইউনিট-সহ সংস্থাটি অক্টোবর মাসে মোট ১ লক্ষ ৬৭ হাজার ৫২০ ইউনিট বিক্রি করেছে। মিনি এবং কমপ্যাক্ট কার সেগমেন্টেই রয়েছে ৯৮ হাজার ৬২১ ইউনিট বিক্রি হয়েছে। এই বিভাগে রয়েছে অল্টো, এস-প্রেসো, ব্যালেনো, সেলেরিও, ইগনিস, ডিজায়ার, স্যুইফট, ওয়াগন আর এবং টুর এস-এর মতো মডেল।

ইউটিলিটি ভেহিকল (ইউভি) সেগমেন্টে গত বছরের ২৭ হাজার ০৮১ ইউনিটের জায়গায় এই বছর ৩০ হাজার ৯৮১ ইউনিট বিক্রি করেছে সংস্থাটি। এর ইউভি পোর্টফোলিওর মধ্যে রয়েছে ব্রেজ্জা, গ্র্যান্ড ভিটারা, এক্সএল৬, আরটিগা এবং এস-ক্রস। মারুতি সিয়াজ মাঝারি আকারের সেডান এবং ইকো ভ্যান যথাক্রমে ১ হাজার ৮৮৪ ইউনিট এবং ৮ হাজার ৮৬১ ইউনিট বিক্রি হয়েছে। ২ হাজার ৯৩১ ইউনিটের ইন্টার্নাল সেল-সহ, মারুতি সুপার ক্যারি ২০২১ সালের অক্টোবরে ৩ হাজার ৭৯৭ ইউনিটের তুলনায় ২৩.২৮ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানিটির রফতানি কমেছে ৪.০৯ শতাংশ। মারুতি সুজুকি গত মাসে ২০ হাজার ৪৪৮ ইউনিট রফতানি করেছে, যেখানে ২০২১ সালের অক্টোবরে ২১ হাজার ৩৩২ ইউনিট রফতানি করা হয়। বিক্রি বাড়ার তথ্য সংস্থাটিকে বাড়তি উৎসাহ যোগাচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version