।। প্রথম কলকাতা ।।
বইমেলায় হাজির হয়েছিলেন ফসিলসের লিড সিঙ্গার। অঞ্জন দত্তের বই এবং সিনেমার (রিভলভার রহস্য) প্রোমোশন করেছেন রূপম ইসলাম। সেই কারণে ভীষণ খুশি পরিচালক অঞ্জন দত্ত(Anjan Dutt)। অঞ্জন (Anjan Dutt)পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপ্রভাত দাস, অঞ্জন দত্ত এবং তনুশ্রী চক্রবর্তী। এছাড়া সুজন মুখোপাধ্যায়, চন্দন সেন, সুদীপা বসু, প্রমুখও আছেন। ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন দত্ত খোদ। এই ছবিটির গল্প তাঁর লেখা উপন্যাস ড্যানি ডিটেকটিভ আইএনসি থেকে নেওয়া হয়েছে। এটি একটি গোয়েন্দা ছবি। এবারের বইমেলায় এই উপন্যাসের পরবর্তী ভাগ মুক্তি পেল।
রূপম ইসলাম (Rupam Islam)এসেই অঞ্জন দত্তের (Anjan Dutt)বই প্রমোট করেন। কথা বলেন তাঁর ছবি নিয়েও। এরপর রবিবার, ৫ ফেব্রুয়ারি রাতে অঞ্জন দত্ত তাঁর পছন্দের এই শিল্পীকে নিয়ে একটি পোস্ট করেন।অঞ্জনের কথায়, ” প্রফেশনালিজমের তোয়াক্কা না করে আজ এক কথায় আমার লেখা বই আর তার গোয়েন্দাকে নিয়ে তৈরি ফিল্মের ব্যাপারে কথা বলতে… এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। কারণ, জানো? কারণ, আমরা আর্টিস্ট। আমরা বাঙালি শিল্পী। কারণ, আমাদের মন বড্ড বড়।”
অঞ্জন দত্ত (Anjan Dutt)আরও লেখেন, ‘ তুমি আজ আমার থেকে অনেক বেশি জনপ্রিয়। তবুও তুমি আশা করো আমি আমার মতো করে তোমাকেও আনন্দ দিতে পারবো। কে ভাবে তুমি বা তোমার গান আমাকে এখনও আনন্দ দেয়,এবং আমরা দুজনে এখনও, সব বয়সের তফাৎ, প্রজন্মকে ছাপিয়ে শ্রোতাদের আনন্দ দিতে পারি। আমার এই ৬৯ বছরে এসে এখনও তুমি আমাকে আশা দাও ভালো কিছু করতে।’ অঞ্জন দত্ত (Anjan Dutt)রূপম ইসলামকে (Rupam Islam)উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি একজন রকস্টার।’
প্রিয় রকস্টারের লেখা ওই চিঠি পড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রূপমও। জানান, একসময় অঞ্জন দত্তকে (Anjan Dutt)একের পর এক চিঠি লিখেছিলেন তিনিও। সেই চিঠিগুলির উত্তর পেলেন অবশেষে।অঞ্জনের লেখা চিঠিটি তাঁর কাছে বিরাট পাওনা, জানালেন রূপম ইসলাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম