China -Tajikistan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান, রিখটার স্কেলে কম্পন অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?

।। প্রথম কলকাতা ।।

China -Tajikistan Earthquake: গোটা বিশ্বজুড়ে ভূমিকম্প (Earthquake) যেন তাণ্ডবলীলা চালাচ্ছে। তুরস্কের (Turkey) ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠল চীন-তাজিকিস্তান (China-Tajikistan ) সীমান্ত। বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিট নাগাদ ৬.৮ মাত্রার ভূমিকম্পে এই অঞ্চল কেঁপে ওঠে। সাম্প্রতিক সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্পের খবর আসছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা অনুযায়ী কতটা ক্ষতি হয় জানেন? ভারতও ভূমিকম্পের রিস্ক জোনে রয়েছে।

৬ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে হওয়া ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক আর সিরিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই দুই দেশে ভূমিকম্পের কারণে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজারের মানুষ। হাজার হাজার বাড়ি ভেঙে পড়েছে। ভূমিকম্পের প্রায় দু সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই দুই দেশের আকাশে মৃত্যুর হাহাকার। এসবের মাঝে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চল। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০.৫ কিলোমিটার নিচে। ভূমিকম্পের উৎস স্থল আফগানিস্তান আর চীন সীমান্তের মাঝামাঝি অংশে। যদিও এখনও পর্যন্ত সেভাবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি খুব একটা জনবহুল নয়। তাই প্রাণহানির সম্ভাবনা অনেকটা কম, তবে ভূমিকম্পের জেরে ধস নামার সম্ভাবনা রয়েছে। একই সময়ে, চীনের জিনজিয়াং অঞ্চল এবং তাজিকিস্তানের সীমান্তের কাছে প্রায় ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version