Sweet Potato Cultivation : কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে মিষ্টি আলু, জেনে নিন চাষের সহজ পদ্ধতি

।। প্রথম কলকাতা।।

Sweet Potato Cultivation: মিষ্টি আলু এমন একটি ফসল যা ৮ থেকে ৮০ সকলেরই প্রায় চেনা। একসঙ্গে এই মিষ্টি আলু বেশ পছন্দের এক ধরনের খাবার। কারণ এই সবজি দিয়ে যেমন পিঠে-পুলি, মিষ্টি বানানো যায় তেমনি এটা পুড়িয়ে অথবা সিদ্ধ করে শুধু শুধুই খাওয়া যায়। বাজারে এই সবজি খুব সহজেই পেয়ে যাবেন আপনি। যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে এই মিষ্টি আলুর মধ্যে। এই আলু চাষ করে বর্তমানে বেশ লাভবান হয়েছেন চাষিরা।

স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে মিষ্টি আলু নিয়মিত খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এতে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায় । এছাড়াও আমাদের নার্ভ সিস্টেমকে ভালো রাখার জন্য মিষ্টি আলুর ভূমিকা অতুলনীয় । এই মিষ্টি আলু খেলে একদিকে যেমন হৃদস্পন্দন ঠিক থাকে তেমনি কিডনির রোগ দূর হয়। এক কথায় বলতে গেলে, মিষ্টি আলু কোন রকম সাইডএফেক্ট নেই বরং রয়েছে একাধিক গুণ।

কীভাবে চাষ করবেন মিষ্টি আলু ?

শীতের দিকে যেহেতু ফসল ওঠে তাই শীতের সময় বাজারে মিষ্টি আলুর চাহিদা ভীষণ থাকে। ফলন যদি ভালো হয় তবে যথেষ্ট মুনাফা হাতে রেখে এই সবজি বিক্রি করা যায়। মিষ্টি আলু চাষ করার জন্য বিশেষ কোনো ঝক্কি পোহাতে হয় না। অন্যান্য আর পাঁচটা সাধারন সবজির মতই এটি চাষ করা হয় । আর যা থেকে যথেষ্ট পরিমাণে লাভ রাখতে পারেন কৃষকরা। তাই অল্প পুঁজির চাষাবাদে বিনিয়োগ করতে চাইলে মিষ্টি আলু বেশ লাভজনক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version