৷৷ প্রথম কলকাতা ৷৷
China-taiwan: ঝুলি থেকে ভয়ানক ড্রোন বের করছে চিন৷ অতি গোপনে উত্তর-পূর্ব চিনে কোন পরীক্ষা চালানো হচ্ছে? ডিকোড করে ফেলা হচ্ছে প্রত্যেকটা লোকেশন! জানেন লেজার গাইডেড বোমা ঠিক কীভাবে কাজ করে? কোন নতুন যুদ্ধাস্ত্র এল বেজিংয়ের প্রতিরক্ষায়? খুব বেশি বড়াই করা হচ্ছে না ইদানিংকালে৷ কিন্তু একটা দেড় হাজার বিলিয়ন জনসংখ্যার দেশকে রক্ষা যা সম্পদ রয়েছে চিনের হাতে সেগুলোই দ্রুত আপগ্রেড করে ফেলা শি জিনপিংয়ের লক্ষ্য৷ উত্তর-পূর্ব চিন এবার ঝুলি থেকে বেড়াল বের করা হল৷ একটা ড্রোন কি খেল দেখাতে পারে এবার চিন প্রমাণ করে দেবে বিশ্বের কাছে৷
চিনা ড্রোন শত্রু দেশের ওপর ছুঁড়তে পারে লেজার গাইডেড বোমা৷ কোন কোন দেশকে সতর্ক থাকতে হবে? পিএলএ আর্মির হাতে বর্তমানে লেটেস্ট ভার্সনের যে ড্রোন রয়েছে তা ১০০০ কিমি ওপর থেকে (কোনও ভুলচুক ছাড়াই) আঘাত করে লক্ষ্যবস্তুতে৷ চিনের খতরনাক এয়ার ফোর্স তৈরি করে ফেলেছে এমনই ড্রোন৷ উইং লুং ২-এর সামরিক ভার্সন ৪৮ জিজে-২ ড্রোন৷ এই ড্রোনই সম্প্রতি পরীক্ষা করতে দেখা গিয়েছে বেজিংকে তাদের দেশের উত্তর-পূর্ব অঞ্চলে৷ কেন এই ড্রোনকে মারাত্মক ড্রোনগুলোর মধ্যে একটা বলে ধরা হয় জানেন?
জিজে-২ বহন করতে পারে লেজার গাইডেড বোমা৷ হামলা চালাতে সক্ষম চিনা ড্রোনে ১২ টি এয়ার-টু-সারফেস মিসাইল আছে৷ প্রশ্ন হল হঠাত্ করে কেন দেশের অভ্যন্তরে এই ড্রোনের পরীক্ষা চালালো চিন? তাইওয়ানে আতঙ্ক আবারও বাড়ছে৷ লেজার গাইডেড বোমা আর এমনি বোমার মধ্যে পার্থক্য কী জানেন? একটি সাধারণ বোমার চেয়েও অনেক বেশি পারফেকশনের সাথে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে অর্ধ-স্বয়ংক্রিয় লেজার দূরনিয়ন্ত্রণ ব্যবহার করে বোমা ফেলে এই অস্ত্র৷ এখানেই ক্যারিশ্মা শেষ নয় জিজে-২ এর৷ শত্রুপক্ষ ঘাঁটির অনেক বেশি কাছে গিয়ে পুঙ্ক্ষানুপুঙ্খ তথ্য দেখে আসা তারপর হামলা চালাতে সক্ষম উইং লুং ২ সিরিজের ড্রোন৷
উইং লুং ২ ড্রোনগুলি ইতিমধ্যে পশ্চিম এশিয়ার দেশে বিক্রি করেছে চিন৷ ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (সিপ্রি) রিপোর্ট অনুযায়ী ২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আবর, আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ প্রায় ১২ টি দেশে ১৬৩ টি ‘আনম্যানড এরিয়াল ভেহিকেল’ বিক্রি করেছে চিন। তার ফলে বর্তমানে বিশ্বে সশস্ত্র ড্রোনর সবথেকে বেশি রফতানি করেছে বেজিং। তবে এবার উত্তর-পূর্বে চিনে নতুন এই গতিবিধিতে সন্দেহ নতুন করে বাড়ছে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম