Suicide Blast in Afghanistan: আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত অন্তত ৬

।। প্রথম কলকাতা ।।

Suicide Blast in Afghanistan: সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে (Afganistan) বিস্ফোরণের (Blast) ঘটনা যেন একেবারে স্বাভাবিক হয়ে উঠছে। প্রায় সময় দেশটি থেকে উঠে আসে ভয়াবহ বিস্ফোরণের কথা। ২৭শে মার্চ সোমবার (Monday) দুপুরবেলা ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। এই আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। কাবুলের বিদেশ মন্ত্রকের দাবি অনুযায়ী, যে ৬ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেই সাধারণ নাগরিক।

সোমবার দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকির কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের কথায়, ওই তল্লাশি চৌকিতে নাকি একজনকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তুর কোন নাম তিনি উল্লেখ করেননি, তবে ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে কাবুলসহ বিভিন্ন শহরাঞ্চলে প্রায় সময় হামলার ঘটনা ঘটছে, যার মধ্যে কয়েকটি হামলার কথা স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। এই নিয়ে গত ৩ মাসে ২ বার আফগান বিদেশ মন্ত্রকের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল। এই বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজে এগিয়ে এসেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি অনুযায়ী, এই ঘটনার মৃত্যু হয়েছে এক শিশুরও। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ জন। বিস্ফোরণের সময় প্রত্যক্ষদর্শীরা দেখেন, হঠাৎ করে প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যা বহু দূর থেকে শোনা যায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় সরকারি ভবন সহ বড় বড় অফিস গুলি সুরক্ষিত আছে।এখনো পর্যন্ত জানা যায়নি, এই বিস্ফোরণের পিছনে কারা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version