Indonesia Earthquake: আচমকা কেঁপে উঠল ইন্দোনেশিয়া! তাসের ঘরের মত ভেঙে পড়ল বাড়ি, মৃত ২০

।। প্রথম কলকাতা ।।

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার দুপুরবেলা পাল্টে গেল দৈনন্দিন রুটিনের চিত্র। আতঙ্কের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ সহ জাকার্তার মানুষ। এএনআই- এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

সোমবার দুপুরে হঠাৎ করেই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। আশঙ্কা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভা প্রদেশের সিয়ানজুর। এই এলাকায় ভূমিকম্পের জেরে ব্যাপক ধস নেমেছে। ধ্বংসস্তূপের মধ্যে প্রায় তিন জন আটকে ছিলেন। দুজনকে উদ্ধার করা গেল তার মধ্যে একজন মারা গিয়েছেন।

সোমবার বেলা দেড়টা নাগাদ হঠাৎ করেই ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে ঘর বাড়ি। বহু মানুষ আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে বান্দুং, লেমব্যং সহ বহু এলাকা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version