পুতিনের ফাঁদে পা, যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে নেপালিরা? মস্কোতে টাকার খেলা, অন্ধকারে নেপাল

।। প্রথম কলকাতা ।।

রুশ বাহিনী নয়, জানেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে নেপালিরা? বড় সিক্রেট ফাঁস। মোটা অঙ্কের বেতন, সঙ্গে একগুচ্ছ সুযোগ সুবিধা। কিন্তু কোথাও খুব বড় কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? নেপালিদের রুশ বাহিনীতে যোগদান কতটা কঠিন ছিল? কিভাবে এলো সুযোগ? রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের ‘কাউন্সেলিং সার্ভিস’ কত? নেপাল সরকারের নিয়ম কানুন কি বলে? কেন রুশ সেনাবাহিনীতে যোগ দিচ্ছে নেপালি যুবকরা? রাশিয়ায় নেপালিরা কত বেতন পাচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা? বিবিসির রিপোর্টে চাঞ্চ্যকর তথ্য। পুতিন সরকারের লোভনীয় প্রস্তাব, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে নেপালিরা। নেপালের চরম দারিদ্রতা থেকে মুক্তি পেতে বড় রিস্ক নিয়ে ফেলেছে রাশিয়ায় যাওয়া নেপালি তরুণরা স্টুডেন্ট ভিসায় নেপাল থেকে রাশিয়ায় গেছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যখন রুশ সেনাদের অনেক ক্ষয়ক্ষতি হলো তখন পুতিনের নতুন আইন নেপালিদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ।

রুশ সেনাবাহিনীতে বিদেশিদের যোগদান অনেক সহজ ও আকর্ষণীয় হয়ে গেল। সেই সুযোগকেই কাজে লাগালো নেপালিরা।‌ লিখিত এবং মেডিকেল পরীক্ষার পর রাশিয়ান সেনাবাহিনী জয়েন করলো। প্রশিক্ষণের সময় নেপালিদের ৬০ হাজার নেপালি রুপির সমান বেতন দেওয়া হয়। অনেকের সঙ্গে চুক্তি হয়ে গেছে, প্রশিক্ষণের পরে কেউ কেউ তিন লাখ নেপালি রুপির বেশি বেতন পাবেন। না, এখানেই শেষ নয়। এক বছরের চুক্তি শেষ হওয়ার পরে, সৈন্যরা রাশিয়ান পাসপোর্ট পাবেন, তারা তাদের পরিবারের সদস্যদের রাশিয়ায় আনতে পারবেন। কিন্তু, কেন রুশ সেনাবাহিনীতে যোগদানের হিড়িক পড়লো নেপালিদের? হয়তো পড়াশোনা শেষে হয় নেপালে ফিরে গিয়ে সাধারণ কোনো চাকরি করতেন নেপালি তরুণরা অথবা রাশিয়ায় ভালো কোনো চাকরি খুঁজতেন। কিন্তু এসব এতো সোজা ছিল না।

বিশেষজ্ঞদের মতে নেপালে ভালো সুযোগের অভাব রয়েছে ফলে দেশটার তরুণরা বিদেশি সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছে। এটা তো ঠিক, সেনাবাহিনীতে তাঁরা কয়েক মাসে যে পরিমাণ টাকা উপার্জন করেছে তার সমপরিমাণ আয় অন্য কোনো খাত থেকে করতে গেলে অন্তত কয়েক বছর সময় লেগে যেতো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলছে, রিস্ক আছে জীবনের। কিন্তু, তারপরেও রাশিয়ায় পারি দেওয়া নেপালিরা বলছে নজীবনের মায়ায় নেপালে ফিরে গেলে, সেখানে কী তাঁরা চাকরি পাবে? তবে, শুধু সেনাবাহিনীতে যোগ দেওয়াই নয়। অনেক নেপালির থেকে, সেনাবাহিনীতে যোগদান করতে রুশ ভাষায় ফর্ম ফিলাপের জন্য সাহায্য নেওয়া হচ্ছে। যে সমস্ত নেপালিদের রুশ ভাষা সম্পর্কে জ্ঞান কম তারাই মূলত সাহায্য চাইছেন। কিছু নেপালি যারা এই সাহায্য নিয়েছেন তারা কি বলছেন? তাঁদের দাবি, যে তারা প্রত্যেকে এক লাখ করে নেপালি রুপি দিয়েছেন শুধু ফর্ম ফিলাপের জন্য।

কেউ কেউ আবার কল করে জানতে চাইছে তারা কীভাবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। বলা যায়, নেপালিদের রুশ সেনাবাহিনীতে যোগদান নিয়ে রীতিমতো রাশিয়ায় ব্যবসা চলছে। বিবিসি এটা নিয়ে তদন্ত চালিয়েছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী। সেনাবাহিনীতে যোগদানের খবর কোনো কোনো নেপালি টিকটক ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেখানে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার নানা উপায়ের কথা তুলে ধরা হয়েছে। বিবিসি এরকম কিছু টিকটক ভিডিও তদন্ত করে দেখেছে, যাচাই করে দেখেছে। যে সেগুলো রাশিয়ার ভেতরে যেখানে সামরিক ক্যাম্প রয়েছে এমন এলাকা থেকে পোস্ট করা হয়েছে। যদিও, নেপাল সরকার বলছে টিকটকে পোস্ট করা ভিডিওগুলো যাচাই করা যায়নি। এমনকি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়েছে নেপালি সরকার, বরং তারা পশ্চিমা দেশগুলোর পাশে দাঁড়িয়েছে।

আর তারা বলছে তাঁদের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই। আর তারা স্পষ্টভাবে বলছে, এটা তাদের নীতির সাথে যায়না। কারণ, ১৯৪৭ সালে নেপালি নাগরিকদের বিদেশি সেনাবাহিনীতে নিয়োগের বিষয়ে ব্রিটেন, নেপাল এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নেপালি নাগরিকদের ভারতীয় ও ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। কিন্তু, রাশিয়ার সাথে এই বিষয়ক কোনো চুক্তি নেই নেপালের। সেক্ষেত্রে, কিন্তু বলতেই হচ্ছে বড় রিস্ক নিয়ে ফেলেছে রাশিয়ায় যাওয়া নেপালিরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version