Zero Investment Business: বিনিয়োগ ছাড়াই শুরু করুন ব্যবসা, রয়েছে মোটা আয়ের সুযোগ

।। প্রথম কলকাতা ।।

Zero Investment Business: ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা, কথাটা শুনতে অবাক লাগলেও এমনটাও হয়। ব্যবসার কথা মাথায় আসলেই অনেকে ভাবেন মোটা টাকার ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা শুরু করা যায় না। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করার অভাবে অনেকে চাকরির খোঁজে নানান জায়গায় দৌড়ে বেড়ান। কিছু কিছু ব্যবসা আছে যেখানে চাকরির থেকেও ১০ গুন বেশি টাকা আয় করা সম্ভব। যদিও বর্তমানে ব্যাংক থেকে নানান লোনের পরিষেবা রয়েছে, তবে অনেকেই লোন নিতে সাহস পান না। ব্যাংকের একাধিক শর্ত আর নিয়মের জালে জড়াতে বহু মানুষ ভয় পান। এমন কিছু ব্যবসা আছে যেখানে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। এক কথায় বিনা পুঁজিতে শুরু করতে পারবেন নিজস্ব ব্যবসা।

(১) বর্তমানে বেশিরভাগ মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠছে গাদা গাদা ওষুধ। এই সময় যোগা বিজনেসের আইডিয়া দুর্দান্ত কাজ দিতে পারে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বিনামূল্যে যোগার ট্রেনিং দেওয়া হয়। আপনি সেখান থেকেই যোগা ভালোভাবে শিখে আপনার আশেপাশের ১০-১৫ জন মানুষকে নিয়ে শুরু করতে পারেন যোগা ক্লাস। মাত্র কয়েক ঘন্টার ক্লাসে প্রচুর টাকা ইনকামের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এই ক্লাসের মাধ্যমে আপনি নিজেও ফিট থাকতে পারবেন। যোগা শেখানোর আগে আপনাকে আগে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

(২) বিনা পুঁজির ব্যবসা হিসেবে বেছে নিতে পারেন কনটেন্ট রাইটিংকে। বর্তমানে কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। মানুষ সংবাদপত্রের চেয়ে বেশি খবর পড়েন হাতে থাকা মোবাইল ফোনে। এছাড়াও অজানা খবরের প্রতি আলাদা ইন্টারেস্ট রয়েছে। আপনার কাছে একটি কম্পিউটার কিংবা একটি স্মার্ট ফোন থাকলেই যথেষ্ট। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সৃজনশীলতা। লেখা সুন্দর হলে তবেই সেই লেখা মানুষের মনের কাছে পৌঁছাবে। যত বেশি মানুষ আপনার লেখা পড়বেন, ততই আয়ের অঙ্ক বৃদ্ধি পাবে। বহু বড় বড় পেজ বা ওয়েবসাইট আছে যারা লেখার পরিবর্তে টাকা প্রদান করেন। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইচ্ছা করলে নিজেই ফেসবুকের পেজ কিংবা একটি ওয়েবসাইট খুলে লেখা আপলোড করতে পারেন।

(৩) আপনি যদি গাড়ি চালানোয় বেশ দক্ষ হন, তাহলে ড্রাইভিং ক্লাস শুরু করতে পারেন। বর্তমানে গাড়ি চালানো শেখা বহু মানুষের কাছে অনেকটা ফ্যাশনের মতো। অনেকেই ভালো ড্রাইভিং ক্লাসের খোঁজ করে থাকেন। এই কাজটি পার্টটাইম হিসেবে করলেও খুব একটা ভুল হবে না। মাসে এক থেকে দু সপ্তাহ ড্রাইভিং ক্লাস করিয়ে মোটা টাকা আয় করতে পারবেন।

(৪) যদি ছাত্র পড়ানোয় ভালো স্ট্র্যাটেজি জানেন এবং বিষয়গত জ্ঞান থাকে তাহলে টিউশন ক্লাস খুলতে পারেন। বর্তমানে বিষয়ভিত্তিক টিউশান ক্লাসের বেশ চাহিদা রয়েছে। যে বিষয়গুলি পড়াবেন সেই বিষয়ে আপনার সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি ভাল পড়াতে পারেন তাহলে ছাত্র-ছাত্রীরা আপনাকে ঠিক খুঁজে নেবে। দরকার পড়লে প্রথমটা শুরু করুন অনলাইন ক্লাসের মাধ্যমে। তারপর ধীরে ধীরে অফলাইনে সিফট করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version